প্রাপ্তী রহমান

প্রাপ্তী রহমান

প্রাপ্তী রহমানের জন্ম রাজশাহীতে। মা সাইদা খান এবং বাবা মো: আফজালুর রহমান সিদ্দিকী।
তিনি বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী।
শিশুদের প্রোগ্রামিং নিয়ে তিনি কাজ করা শুরু করেন ২০১৯ সাল থেকে। তার উদ্যোগ “Ministry of Codes” শিশুদের বাংলা ভাষাতে প্রোগ্রামিং, রোবটিকস এবং STEM এডুকেশন শিখিয়ে থাকেন। প্রাপ্তী এবং তার টিম মিলে শিশুদের জন্য ডেভলপ করেছে বিশ্বের প্রথম বাংলা IDE “অনির্বাণ” এবং STEM রোবট “Kitty”।
তার কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালে পেয়েছে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট, ২০২০ সালে পেয়েছে ন্যাশনাল আইসিটি পুরস্কার এবং ২০২১ সালে জাতিসংঘের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে গ্লোবাল শেপার হিসেবে নির্বাচিত হয়েছে।

প্রাপ্তী রহমান এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon