রোকেয়া লিটা

রোকেয়া লিটা

রোকেয়া লিটার জন্ম ১৯৮৫ সালের ১২ আগস্ট। তার জন্মস্থান বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন রোকেয়া লিটা। বেসরকারি বিশ্ববিদ্যালয় “ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ”থেকেও আরেকটি স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন তিনি। বেশ কয়েকটি পত্রিকা আর টেলিভিশনে সাংবাদিকতা করার পাশাপাশি কাজ করেছেন আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতেও । ছোটবেলা থেকেই ছড়া ও প্রবন্ধ লিখতেন রোকেয়া, তবে প্রাতিষ্ঠানিকভাবে লেখালেখির শুরু পাক্ষিক আনন্দ আলোতে কাজ করার সুবাদে। ২০১৪ সালে “অক্ষর” নামে একটি অণুগ্রন্থ সংকলণে লেখকের কয়েকটি প্রবন্ধ প্রকাশিত হয়। ২০১৫ সালে আগামী প্রকাশনী থেকে প্রকাশিত হয় রোকেয়া লিটার প্রথম উপন্যাস “সমকামিতা”। তার এই উপন্যাসটি চরম মাত্রায় বিতর্কিত এবং সমালোচিত হয়েছিল। কারণ, উপন্যাসের মূল ভাবনাটা সামাজিক ভাবে নিষিদ্ধ বিষয়ের মধ্যে পড়ে। এরপর ২০১৬ সালে সময় প্রকাশন থেকে প্রকাশিত হয় তার দ্বিতীয় উপন্যাস “ডুমুরের ফুল”। লেখকের এই উপন্যাসে পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের সামাজিক-রাজনৈতিক জীবন উঠে আসে। এই উপন্যাসটিও সমানভাবে আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। বর্তমানে তিনি বেশ কয়েকটি জাতীয় ও আন্তজার্তিক গনমাধ্যমে নিয়মিত কলাম এবং গল্প লিখছেন।

রোকেয়া লিটা এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon