ড. আবদুল লতিফ মাসুম

ড. আবদুল লতিফ মাসুম

ড. আবদুল লতিফ মাসুম সমাজ ও রাজনীতি অধ্যয়নে একটি পরিচিত নাম। তিনি বিগত চার দশক ধরে সংশ্লিষ্ট ক্ষেত্রে অধ্যয়ন, গবেষণা ও পাঠদান অব্যাহত রেখেছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক এবং সাবেক চেয়ারম্যান। তিনি ইতোপূর্বে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার এবং ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একাধিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও পেশাগত প্রতিষ্ঠানের দায়িত্বশীল এবং কতিপয়ের জীবন সদস্য। তিনি বিভাগীয় একাডেমিক কমিটি, হায়ার স্টাডিজ কমিটির সভাপতি এবং এশিয়ান স্টাডিজের সম্পাদনাব দায়িত্ব পালন করেন। তার অধীনে অসংখ্য ছাত্র-ছাত্রী এমএসএস, এমফিল ও পিএইচডি ডিগ্রী সম্পন্ন করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে সমকালীন রাজনীতির ভাষা, জাতীয় ঐকমত্য ও উন্নয়ন সংকট, পাশ্চাত্য রাষ্ট্রদর্শন, জিয়াউর রহমান: আচ্ছাদিত ইতিহাস। সার্বিক উন্নয়ন সমীক্ষা তার বহুলায়তন বিশিষ্ট সম্পাদিত গ্রন্থ এবং অতি সম্প্রতি প্রকাশিত তার সম্পাদিত গ্রন্থ সমকালীন রাষ্ট্রচিন্তা। জিয়াউর রহমানের উপর তার গবেষণালব্দ গ্রন্থ A Political Studz of Zia Regime দেশে বিদেশে মর্যাদা সম্পন্ন প্রাতিষ্ঠানিক জার্নালে প্রকাশিত তার গবেষণার সংখ্যা পঞ্চাশের অধিক। তার আগ্রহের বিষয় সামরিক বাহিনীর রাজনীতি, সামরিক বেসামরিক সম্পর্ক, ইসলাম ও গণতন্ত্র, জাতীয় নিরাপত্তা কৌশল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (সম্মান), স্নাতকোত্তর এবং ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস টেক বিশ্ববিদ্যালয় হতে সিনিয়র ফুলব্রাইট স্কলার হিসেবে পোস্ট-ডক্টরাল গবেষণাকর্ম সম্পন্ন করেন। তার চলমান গবেষণাকর্ম Changing Pattern of Civil- Military Relations in Bangladesh.