বানান আন্দোলন

বানান আন্দোলন

শুদ্ধ ভাষা চর্চার আন্দোলন’ শ্লোগান নিয়ে ২০১৫ সালে বাংলা ভাষায় শুদ্ধতার চর্চা নিশ্চিতে কাজ শুরু করে ‘বানান আন্দোলন’। শুরুটা হয় একটি ফেইসবুক গ্রুপ তৈরি করার মধ্য দিয়ে। ইতোমধ্যেই বাংলাদেশসহ পৃথিবীর ৪০টি দেশের বাংলাভাষী মানুষ ‘বানান আন্দোলন’-এর কার্যক্রমের সঙ্গে যুক্ত। সবার একটিই লক্ষ্য- বাংলা বানান ও ভাষার শুদ্ধ ব্যবহারের বিষয়গুলো ভালোভাবে ঝালিয়ে নেওয়া। শুদ্ধ ভাষা চর্চার এ আন্দোলনটিকে সামনের দিনগুলোতে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে কাজ চলছে প্রতিনিয়ত। এ কার্যক্রমের মাধ্যমে সারা পৃথিবীর বাংলাভাষী সকল মানুষ উপকৃত হবেন, বাংলা ভাষার শুদ্ধ প্রয়োগে সচেতন ও পারদর্শী হয়ে উঠবেন- এটিই ‘বানান আন্দোলন’-এর মূল লক্ষ্য।

বানান আন্দোলন এর বই সমূহ

Showing 1 to 6 of 6

View

Sort icon