- বিষয়
- লেখক
- প্রকাশনী
- বিশ্বসাহিত্য কেন্দ্র
- অন্যপ্রকাশ
- আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
- অন্বেষা প্রকাশন
- প্রতীক প্রকাশনা সংস্থা
- পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড
- ফিঙ্গারপ্রিন্ট প্রকাশনা
- হার্পার কলিনস পাবলিশার্স
- কাকলী প্রকাশনী
- রুপা পাবলিকেশন্স
- অনুপম প্রকাশনী
- মাওলা ব্রাদার্স
- পার্ল পাবলিকেশন্স
- পেঙ্গুইন র্যান্ডম হাউস
- দে’জ পাবলিশিং
- জ্ঞানকোষ প্রকাশনী
- আরও দেখুন...
- একুশে বইমেলা
- সর্বোচ্চ ডিসকাউন্ট
- স্টেশনারি
প্রফেসর এস.এম. আরিফুজ্জামান
একজন কর্পোরেট প্রশিক্ষক যার আঠারাে বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে এবং শত শত শিক্ষার্থী, ব্যবস্থাপক এবং কর্মচারীদের পজিটিভ ট্রান্সফরমেশন করেছেন। তিনি ২০০৪ সাল থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা করছেন এবং গতিশীল, অনুপ্রেরণামূলক কথা বলার শৈলীর জন্য পরিচিত। এই প্রতিভা নিয়ে, আরিফুজ্জামান কর্পোরেট জগতে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছেন যার মধ্যে রয়েছে ইমােশনাল ইন্টেলিজেন্সে, নেতৃত্ব, কোচিং অ্যান্ড মেন্টরিং, টিমওয়ার্ক, উপস্থাপনা দক্ষতা, ক্যারিয়ার কাউন্সেলিং এবং বুটস্ট্রাপড অর্থায়ন। বাবা এ.এফ.এম. হাফিজুর রহমান ও মাতা মােসা: লুৎফুন্নেসা বেগমের সন্তান এস. এম. আরিফুজ্জামানের জন্ম খুলনায় ১৯৭৯ সালের ১০ই ফেব্রুয়ারী। খুলনা জিলা স্কুল থেকে এস.এস.সি ও খুলনা পাবলিক কলেজ থেকে এইচ.এস.সি পাশ করে ১৯৯৮ সালের বুয়েট ভর্তি পরীক্ষায় ৫২ তম স্থান পেয়ে ভর্তি হন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। বুয়েট থেকে ব্যাচেলর করে তিনি ফরাসি সরকারের স্কলারশিপ পেয়ে ইউরাে এশিয়ান ডুয়েল ডিগ্রি পৃথিবীর প্রথম বিজনেস স্কুল Escp Business School থেকে ফিন্যান্সে মাস্টার্স এবং এশিয়ান ইনস্টিটিউট অব টেকনােলজি (AIT) থেকে MBA করেছেন। তিনি ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কনসালট্যান্টস বাংলাদেশ (IMCB) থেকে PgDMC (পােস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট কনসালটেন্সি) অর্জন করেছেন। তিনি একজন সার্টিফাইড ইমােশনাল ইন্টেলিজেন্স লাইফ কোচ। এস.এম. আরিফুজ্জামান স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের একজন পরিচালক এবং ভারত ইন্সটিটিউট অব রিসার্চ এন্ড হায়ার এডুকেশনের একজন ভিজিটিং প্রফেসর। বর্তমানে তিনি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্কুল অব বিজনেসের প্রফেসর ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটেরও একজন সদস্য। আরিফুজ্জামান দেশের তরুণদের সেরা একটা প্ল্যাটফর্ম ইংলিশ অলিম্পিয়াডের প্রথম অ্যাডভাইজার। তরুণদের জন্য প্রতিষ্ঠিত আরও কয়েকটি প্ল্যাটফর্ম যেমন। হাউজ অব এনইউবিডিয়ান্স (House of NUBDians), স্কীলএইড বাংলাদেশ (SkillAid Bangladesh), সফটস্কীলস ডেভেলপমেন্ট সেন্টার (Soft Skills Development Center -SSDC)-এরও তিনি অ্যাডভাইজার। তিনি দেশের অন্যতম সেরা ইমােশনাল ইন্টেলিজেন্স বিশেষজ্ঞ এবং তিনটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ লােক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), ঢাকা ওয়াসা, অফিসার্স ক্লাব, বাংলাদেশ জাপান ট্রেইনিং ইন্সিটিটিউট (bjti) ও এটুআই (a2i)-এর মতাে স্বনামধন্য প্রতিষ্ঠানে এই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছেন। তাঁর দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের পাঁচটি শীর্ষ পর্যায়ের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, যেমন নর্থসাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ব্র্যাক ইউনিভার্সিটি। নিউজ 24, ইন্ডিপেনডেন্ট টিভি, যমুনা টিভি, বৈশাখী, এটিএন বাংলার মতাে জনপ্রিয় টিভি চ্যানেলে তিনি নিয়মিতভাবে টকশাে করেছেন যেখানে তিনি ইমােশনাল ইন্টেলিজেন্স, শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি এবং বাংলাদেশের পুঁজিবাজার সম্পর্কে তাঁর বিশেষজ্ঞ মতামত শেয়ার করেন। একজন বিশিষ্ট লেখক হিসেবে তিনি বাংলাদেশের নেতৃস্থানীয় সংবাদপত্রে ইমােশনাল ইন্টেলিজেন্স, শিক্ষা এবং প্রশিক্ষণের উপর ৫০টিরও বেশি নিবন্ধ প্রকাশ করেছেন। ব্যক্তিগত জীবনে এস.এম. আরিফুজ্জামান বিবাহিত এবং অসাধারণ জীবনসঙ্গিনী নিবেদিতা ইসলাম ও দুই ছেলে আদইয়ান, আদভীকে নিয়ে সুখে সংসার করছেন।
প্রফেসর এস.এম. আরিফুজ্জামান এর বই সমূহ
Showing 1 to 1 of 1