- বিষয়
- লেখক
- প্রকাশনী
- বিশ্বসাহিত্য কেন্দ্র
- অন্যপ্রকাশ
- আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
- অন্বেষা প্রকাশন
- প্রতীক প্রকাশনা সংস্থা
- পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড
- ফিঙ্গারপ্রিন্ট প্রকাশনা
- হার্পার কলিনস পাবলিশার্স
- কাকলী প্রকাশনী
- রুপা পাবলিকেশন্স
- অনুপম প্রকাশনী
- মাওলা ব্রাদার্স
- পার্ল পাবলিকেশন্স
- পেঙ্গুইন র্যান্ডম হাউস
- দে’জ পাবলিশিং
- জ্ঞানকোষ প্রকাশনী
- আরো দেখুন...
- একুশে বইমেলা
- সর্বোচ্চ ডিসকাউন্ট
- স্টেশনারি
তারিক সুজাত
তারিক সুজাত জন্ম ১৯৬৫-র ১০ সেপ্টেম্বর, ঢাকায়। কবি-লেখক-ভাষাসংগ্রামী বহুদর্শী পিতা তােফাজ্জল হােসেন ও মা হােসনে হেনা হােসেনের দ্বিতীয় সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এম.এস.এস। কাব্যগ্রন্থ প্রতিবিম্ব ভেঙে যাও (১৯৮৬), যাবাে বলে থেমে থাকতে নেই (১৯৯৭), সময়কে আমি উল্টো পায়ে হেঁটে যেতে দেখেছি। (২০০৩), আকাশপুরাণ (২০০৯), কবিতাসংগ্রহ ১ (২০১৩), সবুজে ধুয়েছি পা (২০১৫), নির্বাচিত ১০০ কবিতা (২০১৫), জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন (২০১৬), ছিন্নডানার মানুষপাখি (২০১৭), কবিতাসংগ্রহ ২ (২০১৭), নির্বাচিত কবিতা (২০১৮), কালের ক্যাসিনাে | (২০১৮), বসন্তের বাতাসটুকুর মতাে (২০১৮), পা বাড়াই প্রাণের পথে (২০১৮), যা, ভেসে যা (২০১৮) বেরােনাে ছাড়াও তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়েছে অকালপ্রয়াত কবি আবুল হাসান-এর গল্পসংগ্রহ ও কাব্যনাটক ওরা কয়েকজন। বাংলাদেশের অনভিপ্রেত দীর্ঘ সামরিক স্বৈরশাসনকালে নিষিদ্ধ ঘােষিত একাধিক পত্র-পত্রিকা সম্পাদনা ও প্রকাশনার ক্ষেত্রেও তারিকের কৃতিত্ব প্রশ্নাতীত। সাংস্কৃতিক আন্দোলনে দেশের তারুণ্যশক্তির একনিষ্ঠ সংগঠক, এদেশের কবিদের প্রধান সংগঠন জাতীয় কবিতা পরিষদ-এর প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম। বর্তমানে সংগঠনটির সাধারণ সম্পাদক। কর্মজীবনেও সৃজনশীল পেশায় নিয়ােজিত। খ্যাতনামা ইন্টেরিয়র, গ্রাফিক ডিজাইন | ও প্রকাশনা সংস্থা জানিম্যান-এর কর্ণধার।। | প্রযুক্তিনির্ভর নিউ মিডিয়াসহ গণমাধ্যমের বিভিন্ন শাখায় সক্রিয় তারিক সুজাত দৈনিক ভােরের কাগজ ও দেশটিভি’র পরিচালনার সঙ্গেও যুক্ত। | গ্রাফিক ডিজাইনের জন্য ইতােমধ্যে দুটি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। গােথেনবার্গ বইমেলায় ২০১৭ সালে সুইডিশ আর্ট কাউন্সিলের আমন্ত্রণে ফেলােশিপ প্রােগ্রামে অংশগ্রহণ। কবিতার জন্য ২০০৬ সালে পেয়েছেন ভারতের ‘কৃত্তিবাস’ পুরস্কার ও ২০১৭ সালে প্রথম আলাে পুরস্কার, ২০১৮ সালে পেয়েছেন। ‘সিটি-আনন্দ আলাে পুরস্কার।