সরোজ আহমেদ

সরোজ আহমেদ

সরোজ আহমেদ একজন পেশাদার সাংবাদিক। তিনি জন্মেছেন ২৫ আগস্ট ১৯৭৪ ইংরেজি, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ডুমুরিয়া গ্রামে। মূলত ছড়া, কবিতা দিয়ে লেখালেখি শুরু হলেও পরবর্তিতে গদ্য রচনায় নিমগ্ন হন তিনি। বিভিন্ন পত্রিকা ও সাহিত্য সাময়িকীতে নিয়মিত ছাপা হয় তাঁর লেখা গল্প, উপন্যাস। সমাদৃত হয়েছেন পাঠক মহলে। তাঁর গল্পের উপস্থাপন, শব্দের গাঁধুনি এতই চমৎকার সহজেই পাঠকের মন ছুঁয়ে যায়। তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)'র একজন নাট্যকার এবং নাট্যশিল্পী। শিশুদের জন্য কাজ করার অভিপ্রায় থেকে গড়ে তুলেছেন কিন্ডার গার্টেন স্কুল ও শিশু মেধাবিকাশ কেন্দ্র 'জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশন' নামে দুটি স্বনামধন্য প্রতিষ্ঠান।

সরোজ আহমেদ এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon