শাইনি শিফা

শাইনি শিফা

শাইনি শিফা ফরিদপুর জেলায় জন্ম হলেও বাবার সরকারি চাকরির কারণে বিভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন। পরিবেশে বেড়ে ওঠা। ছােটবেলা থেকেই লেখালেখি ও গানের প্রতি ঝোঁক ছিল। স্কুল ও কলেজ ম্যাগাজিনে কবিতা ও গল্প লিখতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অনার্স, মাস্টার্স ও এমফিল এ পড়াশােনার সুবাদে বাংলা ভাষাটা শেখা ও লেখার প্রতি আকর্ষণ বাড়ে আরাে। তারপর সংসারের ঝক্কি সামলে মাঝেমধ্যে ফেসবুকে টুকিটাকি লেখা শুরু করেন। সেখানে বেশ কয়েকজন কবি ও লেখক দ্বারা আরাে অনুপ্রানিত হয়ে নিয়মিত হয়ে পরেন নিজের লেখায়ও। সদালাপী ও সদা হাস্যোজ্জ্বল এই মানুষটির কবিতা বিভিন্ন পত্রিকা ও বইতে স্থান পেলেও ‘অভিমানী ক্ষণই তার প্রথম কাব্যগ্রন্থ।

শাইনি শিফা এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon