ফারহানা মোস্তফা লিজা

ফারহানা মোস্তফা লিজা

ফারহানা মোস্তফা লিজা তিনি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম এ্যাডভোকেট মো. গোলাম মোস্তফা চৌধুরী এবং মাতা ফাতেমা বেগম। তিনি ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর, হিউম্যান রিসোর্সে এমবিএ সম্পন্ন করেন। তিনি চট্টগ্রামের সেন্টমেরিস, ডাঃ খাস্তগির স্কুল, হাজী মুহাম্মদ মহসিন কলেজ, ঢাকা আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, সাউথইস্ট ইউনিভার্সিটিতে অধ্যয়ন করেন। পরবর্তীতে কিছুদিন তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি ১৯৯৪ সালে মেজর মো. শরীফুজজামান এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ইরাম ও ইউশা দুই পুত্র সন্তান। ধর্মীয় বিষয় নিয়ে পড়াশুনা ছাড়াও অন্য বিষয়ে তার আগ্রহ আছে। ছবি আঁকা, আবৃত্তি, বাগান করা, ইন্টেরিয়র ডেকোরেশন, শোপিস বানানো, রান্না করা তার অন্যতম শখ।

ফারহানা মোস্তফা লিজা এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon