নূর আল আহাদ

নূর আল আহাদ

নূর আল আহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করার পর বাংলাদেশের একটি বহুজাতিক কোম্পানিতে কাজ করেন কিছুদিন। তারপর মালয়েশিয়ান সরকারের ইয়াইয়াসান খাজানা বৃত্তি পেয়ে মালয়েশিয়ার ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া (যার বিশ্ব র‍্যাংকিং ১৩২ কিউএস টপ বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং ২০২১) থেকে এমবিএ সম্পন্ন করেন। এমবিএ শেষ করার পর কিছুদিন দেশের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি। তারপর আবারও জাপান সরকারের একটি বিশেষ বৃত্তির আওতায় ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং নিয়ে গবেষণার জন্য পাড়ি জমান সুদূর জাপানে। জাপানের তোয়োহাসি ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে পড়াশোনার পর বর্তমানে জাপানেই পিএইচডি করছেন লেখক। সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের বিষয়গুলো নিয়ে লিখতে পছন্দ করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তার লেখাগুলো নিয়মিত ফলো করেন দেশ এবং বিদেশে অবস্থানরত অনেকেই। মার্কেটিং বিষয়ে লেখকের বেশ কিছু লেখা রয়েছে যা মার্কেটিং বিষয়ে পড়ুয়া এবং মার্কেটিং নিয়ে কাজ করেন এমন সবার জন্য সুখকর পাঠ্য বলে বিবেচিত হবে। মার্কেটিং নামা বইটিতে লেখক মার্কেটিংয়ের অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুব সুন্দর করে উদাহরণ দিয়ে উপস্থাপন করেছেন। লেখালেখি ছাড়াও লেখক গবেষণা কর্মেও অনেক দক্ষ। দেশের ছাত্র-ছাত্রীদের বাইরে বৃত্তি নিয়ে পড়াশোনার জন্য তিনি তৈরী করেছেন বাংলাদেশ স্কলারশিপ স্কোয়াড নামে একটি গ্রুপের। এছাড়াও গবেষণা নিয়ে কাজের জন্য তার রয়েছে একটি গবেষণা প্রতিষ্ঠান যা আব্দুল কাদের-ফেরদৌস আরা মেমোরিয়াল রিসার্চ সেন্টার নামে পরিচিত। ইদানিং লেখক বিজনেস কনসাল্টিং কাজের ক্ষেত্রেও মনোনিবেশ করেছেন এবং শুরু করেছেন বাংলাদেশ বিসনেস স্কুল।

নূর আল আহাদ এর বই সমূহ

Showing 1 to 3 of 3

View

Sort icon