আমিনুল মোহায়মেন

আমিনুল মোহায়মেন

আমিনুল মোহায়মেন পেশায় তথ্য প্রযুক্তিবিদ। দুই যুগ ধরে পরামর্শক হিসেবে কাজ করেছেন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়সহ মন্ত্রিপরিষদ বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আর্থিক ব্যবস্থাপনা সংস্কার ও সামাজিক নিরাপত্তার উপর। পেশাগত জীবন শুরু করেছিলেন আর্থার এন্ডারসন নামের একটি মার্কিন প্রতিষ্ঠানে। তারপর দেশে ফিরে যোগ দেন প্রশিকাতে। সেখানে কম্পিউটার বিভাগের দায়িত্বে থাকলেও প্রশিকা তাকে পরিচিত করিয়েছে তৃণমূল বাংলাদেশের অপরাজেয় শক্তির সাথে। জন্ম ঝিনাইদহে, সেখানেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়াশোনা এবং দুই পরীক্ষাতেই সম্মিলিত মেধা তালিকায় স্থান পাওয়া। এরপর ঢাকা মেডিকেল কলেজে ভর্তি, ভালো না লাগায় বছরখানেক পর সরকারি বৃত্তি নিয়ে মিসরে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়া। মিসরে দীর্ঘ অবস্থান তাঁকে দিয়েছে আরবি ভাষা শেখা এবং আল আযহার বিশ্ববিদ্যালয়ের স্কলারগণের সান্নিধ্যে আসার সুযোগ। জ্ঞান ও গবেষণার বহুমাত্রিকতায় আমিনুল মোহায়মেনের বিচরণ। একদিকে যেমন তিনি কৃত্তিম বুদ্ধিমত্তার মত সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করছেন, তেমনি মানব সভ্যতার ইতিহাস ও উত্থান-পতন নিয়ে গবেষণা করেছেন এবং বই লিখেছেন, আবার পড়াশোনা করেছেন সামষ্টিক অর্থনীতি, আর্থিক ব্যবস্থাপনা, সামাজিক নিরাপত্তা এবং ধর্ম নিয়ে, যা তাকে দিয়েছে ইসলামকে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে দেখার দুর্লভ ক্ষমতা।

আমিনুল মোহায়মেন এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon