আরিফা সুলতানা

আরিফা সুলতানা

আরিফা সুলতানা ১৯৯৬ সালের ৫ই মার্চ চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার অন্তর্গত পূর্ব ডলু গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মাওলানা কামাল উদ্দিন আতিকী এবং মাতা মরিয়ম বেগম এর বড় সন্তান তিনি।ছোট বেলা থেকেই পড়াশোনা এবং লেখালেখির প্রতি প্রচুর আগ্রহ ছিলো লেখিকার। কিন্তু এসএসসির পর বিয়ে হয়ে যাওয়াই পড়াশোনা বা লেখালেখি নিয়ে এগুতে পারেন নি আর। তবে বছর চারেক আগে ফেইসবুক এর মাধ্যমে আবারও ফিরে পান তার লালিত স্বপ্নকে।লেখালেখি নিয়ে এগিয়ে যাওয়ার আরো একটি সুযোগ পান তিনি। সেই স্বপ্ন নিয়ে ধাপে ধাপে এগিয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি যৌথ গ্রন্থ, একক গ্রন্থ এবং সম্পাদিত গ্রন্থ প্রকাশ পেয়েছে লেখিকা আরিফা সুলতানা'র। 

আরিফা সুলতানা এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon