সোমেশ্বর অলি

সোমেশ্বর অলি

কবি ও গীতিকার। নেত্রকোনা জেলার দুর্গাপুরের বালিচান্দা গ্রামে জন্ম। জাতীয় পর্যায়ের পত্রিকায় প্রথম লেখা গল্প বের হয় ২০০২ সালে। ‘কিছুটা উপর থেকে মানুষ দেখতে ভালো লাগে’ (২০২৩) তার প্রথম গ্রন্থ। গীতিকার হিসেবে সমাদৃত হয়েছেন ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’, ‘তাই তোমার খেয়াল’, ‌‘বুকের বাঁ পাশে’, ‘রূপকথার জগতে’- এমন কিছু শ্রোতাপ্রিয় গান লিখে। বিভিন্ন দৈনিক পত্রিকা ও ওয়েব পোর্টালে ১০ বছর চাকরি করার পর সাংবাদিকতায় ইস্তফা। অলি বর্তমানে কর্মরত ইবিএস গ্রুপ-এ।

সোমেশ্বর অলি এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon