হাসান মাশরিকী

হাসান মাশরিকী

হাসান মাশরিকীর জন্ম, ছেলেবেলা এবং শিক্ষা সবই ঢাকায়। ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর্স ডিগ্রি লাভ করেন। তারপর উচ্চ শিক্ষার্থে আমেরিকা আসেন এবং লুইজিয়ানা স্টেট ইউনিভারসিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এমএস এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে প্রকৌশলী হিসেবে আমেরিকার মেরিল্যান্ড রাজ্যে কর্মরত আছেন।

হাসান মাশরিকী এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon