আহরাফ রবিন

আহরাফ রবিন

আহরাফ রবিন ভেতরের তাগাদা থেকেই লিখতে বসেন তিনি। তিনি নিজেকে বইয়ের পাতায় স্বপ্ন দেখা একজন মানুষ হিসেবে দাবি করেন। ছেলেবেলা থেকেই লেখালেখির শুরু। সেই সময়কাল থেকেই বই পড়া হয়ে উঠে তাঁর নেশা। একসময় লিখতে শুরু করেন দেশের শীর্ষ জাতীয় পত্রিকাগুলোতে। কবিতা তাঁর প্রথম প্রেম হলেও এখন গদ্য লিখেই সবচে’ বেশি আনন্দ পান। সেই ধারাবাহিকতায় তাঁর প্রথম উপন্যাস প্রকাশিত হয় ‘তীরন্দাজ’। অবসরে তাঁর প্রিয় সঙ্গী বই এবং রবীন্দ্র সংগীত। তিনি বলেন‚ আমৃত্যু লিখে যেতে চাই। লেখা আমার রক্তে মিশে গেছে। একদিন না লিখলেই কেমন একটা অসুস্থবোধ করি। তাঁর জন্ম ২০০০ সালের ১০ জানুয়ারি‚ ঢাকা জেলার‚ নবাবগঞ্জ থানার ইছামতীর তীর ঘেঁষা ছোট্ট একটি গ্রামে।

আহরাফ রবিন এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon