ইমদাদ হক

ইমদাদ হক

ইমদাদ হকের জন্ম ১৯৮৯ সালের ৩০ ডিসেম্বর নাটোর জেলার বাগাতিপাড়ায়। পড়ালেখা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লােকপ্রশাসন বিভাগ থেকে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও লন্ডনের ইউনিভার্সিটি অব হার্ডাসফিল্ডের যৌথ ফেলােশিপ নিয়ে ডিপ্লোমা করেছেন ইয়ুথ ডেভেলপমেন্ট বিষয়ে। এখন পড়ছেন ঢাকা স্কুল অব ইকোনােমিক্সে মাস্টার্স ইন অল্টাপ্রিনিউরশিপে। সৃজনশীলতার প্রতি ভালােবাসা থেকেই সাংবাদিকতা বেছে নেওয়া। বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে আনুষ্ঠানিক সাংবাদিকতার হাতেখড়ি। কাজ করেছেন আমাদের সময়, সমকাল, বণিকবার্তা ও চ্যানেল টোয়েন্টিফোরে। এখন পররাষ্ট্রমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে কর্মরত। বর্ষার পানি নামতেই আমন ধানের ক্ষেত জুড়ে পুরাে কাদার চর। তাতে লুকিয়ে থাকা পুঁটি, টেংরা, ডারকা, কৈ, বা মাগুর মাছের ছুটোছুটি। ডালা, কুলা, খােলসি, পলাে বা হাত দিয়েই মাছ ঘরে তুলতে গ্রামের কৃষক, ছেলেমেয়েদের কত ব্যস্ততা! এমন দৃশ্য গ্রাম-বাংলার পুরনাে ঐতিহ্যের। আধুনিকতার জোয়ারে তা হারাতে বসেছে। কোনাে কোনাে বর্ষাতে প্রকৃতির এই পুরনাে রূপ ফিরে এলেও ক'জনের চোখেই বা তা ধরা পড়ে? ঠিক এমনই, গাঁয়ের মেঠোপথ থেকে শুরু করে ইতিহাসের পুরনাে স্থাপনা, আধুনিক স্থাপত্য, প্রযুক্তির বিস্ময়- কলমের খোচায় পাঠকের সামনে জীবন্ত করে তুলে ধরাতেই ইমদাদ হকের মুন্সিয়ানা। ঘুরে বেড়ানাের শখ থেকেই জাতীয় দৈনিকগুলােতে নিয়মিত লিখছেন ভ্রমণ সাহিত্যের গদ্য। যার মলাটবদ্ধ প্রথম প্রয়াস সার্বিয়াঃ শুভ্র শহরের দেশে। বেশ আগেই প্রকাশিত হয়েছে তার প্রথম গ্রন্থ ক্যাম্পাস রিপাের্টিংঃ সাংবাদিকতার হাতেখড়ি'।

ইমদাদ হক এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon