মুহাম্মদ রহমাতুল্লাহ খন্দকার

মুহাম্মদ রহমাতুল্লাহ খন্দকার

মুহাম্মদ রহমাতুল্লাহ খন্দকার ১৯৭৪ সালের ১ মার্চ সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কুড়াউদয়পুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্সসহ মাস্টার্স এবং পাবনা আলীয়া মাদ্রাসা থেকে হাদিস বিষয়ে কামিল ডিগ্রি অর্জন করেন। তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) থেকে ব্যাংকিংয়ের ওপর ডিএআইবিবি এবং আইবিটিআরএ থেকে ডিআইবি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি একটি ইসলামী ব্যাংকের ট্রেনিং ও  রিসার্চ অ্যাকাডেমিতে অনুষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। লেখালেখির ক্ষেত্রে মুহাম্মদ রহমাতুল্লাহ খন্দকারের কাজ বহুমাত্রিক। তাঁর লেখা গবেষণাধর্মী বইয়ের মধ্যে রয়েছে, 'আল্লাহর অস্তিত্ব বিশ্বাস ও যুক্তি- প্রমাণ' (২০০৯), 'তর্কবিতর্কের আবর্তে ইসলামী দল' (২০১৩), 'ইসলামী ব্যাংকিং জিজ্ঞাসা ও জবাব' (২০১৫), 'মাকাসিদ আশ্শারী'আহ্ ও ইসলামের সৌন্দর্য' (২০১৯), 'ইসলামের দৃষ্টিতে ব্যবসা-বাণিজ্য ও ব্যাংকিং' (যন্ত্রস্থ)। : স্বতন্ত্র কাব্যসত্তার অধিকারী মুহাম্মদ রহমাতুল্লাহ খন্দকার নব্বই দশকের এক উজ্জ্বল প্রতিভা। ২০০০ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কবিতার বই 'এক এবং সমন্বিত শূন্যাবলি'। তাঁর প্রকাশিত অন্যান্য কবিতার বই 'বৃত্তবিসর্গে বিন্দুর খেলা' (২০০৫), 'নেই দৈর্ঘ্য গ্রন্থ বেধ' (২০১১), 'যে আলোর জিভ কালো। ছোটদের জন্য তাঁর লেখা ছড়ার বই—'হলদে পাখি' (২০১২) ও 'মেঘের ভেলা তারার মেলা' (যন্ত্রস্থ)। তাঁর সম্পাদিত 'বর্গমূল' লিটলম্যাগ সাহিত্যপ্রেমীদের নিকট ব্যাপকভাবে সমাদৃত। এ ছাড়াও দেশের বিভিন্ন সংবাদপত্রে সাহিত্য, অর্থনীতি, ব্যাংকিং ও রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে তাঁর প্রচুর লেখা প্রকাশিত হয়েছে।

মুহাম্মদ রহমাতুল্লাহ খন্দকার এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon