আফসানা আকতার

আফসানা আকতার

আফসানা আকতারের জন্ম ১৩ জুলাই, ২০০৬ সালে বগুড়ায়। মা সেলিনা আকতার , বাবা আব্দুর রাজ্জাক। পঞ্চম শ্রেণিতে প্রথমবারেই জাতীয় পর্যায়ে বিজয়ী হওয়ার পর থেকে গণিত অলিম্পিয়াডে নিয়মিত ভাবে অংশগ্রহণ করে আসছেন। গণিত ছাড়াও সংগীত, বই পড়া ও বিতর্কে বিশেষ আগ্রহ রয়েছে তার। ২০২২ সালে বাংলাদেশ দলের সদস্য হিসেবে ইউরোপিয়ান গার্লস ম্যাথেমেটিকাল অলিম্পিয়াড অংশগ্রহণ করেন তিনি। তাহমিদ হামীম চৌধুরী জারিফ তাহমিদ APMO,IGO সহ নানা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে কৃতিত্বের সাক্ষর রেখেছেন। ২০২০ সালে জাতীয় অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন অব দ্যা চ্যাম্পিয়ন হওয়ার পর সেই বছরই IGO তে ব্রোঞ্জ পদক অর্জন করেন। পরবর্তীতে ২০২১ ও ২০২২ সালেI GO তে দুটি রূপা , ২০২২ সালে APMO তে একটি ব্রোঞ্জ নিজের ঝুলিতে যোগ করেন। তিনি ২০২১ ও ২০২২ সালে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিয়ে একটি ব্রোঞ্জ পদক পান।