আজহার মাহমুদ

আজহার মাহমুদ

লেখক আজহার মাহমুদের জন্ম ১২ অক্টোবর চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। ছোট থেকেই লেখালেখির অভ্যাস থাকলেও ২০১৭ সালে চট্টগ্রামের জনপ্রিয় দৈনিক “আজাদী” পত্রিকায় প্রকাশিত লেখার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে লেখালেখি শুরু করেন আজহার মাহমুদ। তার প্রকাশিত গ্রন্থসমূহ হচ্ছে, প্রশান্তির পথ (২০১৯) খোলামেলা অনুভূতি (২০২০) তৃতীয় চোখ (২০২১) এবং স্বদেশ ভ্রমণের ইতিকথা (২০২৩)। তিনি নিয়মিত দেশের জাতীয়, স্থানীয় দৈনিক ও ম্যাগাজিনে কলাম, গল্প ও সাহিত্যের নানান বিষয়ে লিখে যাচ্ছেন। একজন লেখক হিসেবে তার লেখনির মাধ্যমে সবসময় দেশ ও দেশের মানুষের কথা বলতে চান তিনি। পড়াশোনার পাশাপাশি তিনি শিক্ষানবীশ সাংবাদিকতা করছেন। বর্তমানে সহ-সম্পাদক হিসেবে কর্মরত চট্টগ্রাম সময়ে। ব্যক্তিজীবনে বাবা-মা ও চার ভাইবোন নিয়ে চট্টগ্রামে বসবাস করেন তিনি।

আজহার মাহমুদ এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon