মামুন রাফী

মামুন রাফী

মামুন রাফী ২০০০ সালের ১২ ই এপ্রিল নিঝুম দ্বীপের দেশ নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে বড়দেইল গ্রামে জন্ম গ্রহন করেন। বাবা ফয়েজ আহমেদ। সমাজের একজন একনিষ্ঠ সৎ ব্যাক্তি।
মাতা তৌহিদা খাতুন। কবি বুড়িরচর আহমদিয়া আলিম মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করেন।
ছোট বেলা থেকেই কবির লেখালেখি, এবং বাংলার দৈনিক পত্রিকা ও জাতীয় ম্যাগাজিন গুলোর পাতায় পাতার কবির অসংখ্য লেখা প্রকাশিত হয়,
এখন পর্যন্ত কবির এগারো এগারোটি যৌথ কাব্য গ্রন্থ বের হয়েছে। তার মধ্যে কিছু হলো,নীলাম্বরী, তুমি আসবে বলে, কাব্য রসের হাড়ি,ছন্দে ছন্দে কয়েক লাইন, জুঁই ফুল,উদীয়মান বাংলার কবি, ইত্যাদি
কবি বর্তমানে জাতীয় দৈনিক দেশসেবা পত্রিকার উপজেলা প্রতিনিধি, দৈনিক ক্রাইম তালাশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও নিয়মিত লাইফস্টাইল প্রতিবেদক জাগো নিউজ ২৪ ডটকম।
কবির দুইটি একক গ্রন্হ "নীল রহস্য" (কাব্য গ্রন্থ) ও "রহস্যের মায়াজাল" ( গল্প গ্রন্থ)
এছাড়া ও বর্তমানে কবি অসংখ্য অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। সেগুলোর মধ্যে হলো ভারত এর ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সেরা লেখক পুরস্কার "মা তুঝে সালাম" এওয়ার্ড ২০২২, ও দিল্লি সরকার কর্তৃক মনোনীত সনদ, কবি আবদুল হাকিম সাহিত্য পুরস্কার ২০২১, নব সাহিত্য প্রকাশনীর সেরা লেখক পুরস্কার ২০২১,মাসিক চিরকুট সাহিত্য সেরা লেখক পুরস্কার ২০২২,তারুণ্য সাহিত্য একাডেমির সেরা লেখক পুরস্কার ২০২২, বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম আয়োজিত "জাতীয় সেরা গল্প লেখক পুরস্কার ২০২২" ইত্যাদি।।

মামুন রাফী এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon