জিয়াউর রহমান

জিয়াউর রহমান

জিয়াউর রহমান এর জন্ম ৩০'মে ১৯৮০, কুষ্টিয়ার দৌলতপুরের ডাং মড়কা বাজার গ্রামে। বাবা রমজান আলী মন্ডল ও মা সফুরা খাতুন। কবি গণিতে অনার্সসহ মাস্টার্স করেছেন এবং পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞানেও স্নাতকোত্তর ডিগ্রী নিয়েছেন। তিনি আম্বার গ্রুপে কর্মরত, পাশাপাশি "দৈনিক অগ্নিশিখা" পত্রিকার স্পেশাল করসপন্ডেন্স এবং "সাপ্তাহিক দেশব্রতী" পত্রিকার ঢাকা ব্যুরো চিফ। অনুসন্ধিৎসু কবি ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ফিলিপাইন, মিশর, ও তুরস্ক ভ্রমণ করেছেন। কবি'র অন্যতম শখ ফটোগ্রাফি ও গান গাওয়া। বইমেলা '২০১৮ তে পায়রা প্রকাশ থেকে কবি'র তিনটি কাব্যগ্রন্থ 'দাস', 'বিবর্ণ' ও 'দুঃখবিলাস' প্রকাশ পায় এবং বইগুলো পাঠক নন্দিত হয়। বইমেলা '২০১৯ এ একই প্রকাশনী থেকে দুটো গল্প গ্রন্থ 'অবন্তী' ও 'চাঁদের অমাবস্যা' প্রকাশিত হয়। এছাড়াও কবির 'বহ্নিশিখা', 'এক পৃথিবী দেবো তোমায়', 'ঘরের মাঝে ঘর', 'উড়াল', 'পতন', 'সংশয় সঙ্কটে', ও 'দানব' নামক কাব্যগ্রন্থগুলো বেশ জনপ্রিয় হয়। ২০২০ বইমেলায় 'হাওলাদার প্রকাশনী' থেকে বেরিয়েছে লেখকের তৃতীয় গল্পগ্রন্থ "বৃত্ত থেকে বেরিয়ে", এছাড়া রয়েছে "ধূম্রজাল" ও "উৎসর্গ" নামক কাব্যগ্রন্থ। কথাসাহিত্যিক কবি জিয়াউর রহমান বিভিন্ন সাহিত্য সংগঠনের সাথে জড়িত। কখনও সাহিত্যের পৃষ্ঠপোষক, আবার কখনও সাহিত্যের কর্মী হিসাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কবিতায় বিশেষ অবদানের জন্য তিনি "জাকফো তরুণ পদক ২০১৬" অর্জন করেন।

জিয়াউর রহমান এর বই সমূহ

Showing 1 to 3 of 3

View

Sort icon