- বিষয়
- লেখক
- প্রকাশনী
- বিশ্বসাহিত্য কেন্দ্র
- অন্যপ্রকাশ
- আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
- অন্বেষা প্রকাশন
- প্রতীক প্রকাশনা সংস্থা
- পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড
- ফিঙ্গারপ্রিন্ট প্রকাশনা
- হার্পার কলিনস পাবলিশার্স
- কাকলী প্রকাশনী
- রুপা পাবলিকেশন্স
- অনুপম প্রকাশনী
- মাওলা ব্রাদার্স
- পার্ল পাবলিকেশন্স
- পেঙ্গুইন র্যান্ডম হাউস
- দে’জ পাবলিশিং
- জ্ঞানকোষ প্রকাশনী
- আরও দেখুন...
- একুশে বইমেলা
- সর্বোচ্চ ডিসকাউন্ট
- স্টেশনারি
আবদুল্লাহ আল মাসুম
আবদুল্লাহ আল মাসুম জনপ্রিয় আলোচক ও ইসলামি স্কলার। বিষয়ভিত্তিক গবেষণা ও লেখালেখির জগতে ব্যতিক্রমী ও প্রত্যয়দীপ্ত তরুণ। তাত্ত্বিক বিষয়ে অনুসন্ধানী সময় কেটে যায় তাঁর। জন্ম ও বেড়ে ওঠা ২৩ মার্চ ১৯৮৭ সনে ঢাকায় জন্ম। এরপর ছোটবেলায় বাবার সরকারি চাকরির সুবাদে পরিবারসহ ইরানে কেটে যায় ছয় বছর। শিক্ষাজীবন এরপর বাংলাদেশে এসে চাঁদপুর জেলার মুমনিপুর হাফেজিয়া মাদরাসায় প্রাথমিক শিক্ষার সূচনা ঘটে। মাত্র দশ বছর বয়সে আট মাসে পূর্ণাঙ্গ হিফজ সমাপ্ত করেন। হিফজ শেষে প্রাথমিক আরবি ও মাধ্যমিক স্তর পেরিয়ে রাজধানী ঢাকার জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদে উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তি হন। ২০০৬ সনে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পাশ করেন। এরপর ২০০৮ সনে জামিয়া আরাবিয়া ফরিদাবাদ থেকে দাওরায়ে হাদিস (মুমতাজ) এবং ২০১০ সনে ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা থেকে আত-তাখাসসুস ফি উলুমিল হাদিসে (মুমতাজ) হয়ে উত্তীর্ণ হন। বর্তমানে তিনি ইউনানি চিকিৎসাবিজ্ঞানের প্রাচীন বিদ্যাপীঠ হাকিম হাবিবুর রহমান ইউনানি মেডিকেল কলেজে (সাবেক তিব্বিয়া হাবিবিয়া কলেজ) ৪র্থ বর্ষে ইউনানি চিকিৎসাশাস্ত্রে অধ্যয়নরত।। কর্মজীবন বর্তমানে গবেষণা-লেখালেখি কাজের পাশাপাশি দেশব্যাপী দ্বীনের দাওয়াতি মিশনে সক্রিয় রয়েছেন। ইসলামের ইতিহাস ও সিরাতভিত্তিক আহবানে মুসলিম তরূণদের সচেতনতা সৃষ্টি তাঁর লক্ষ্য। কখনো কলমের লেখনীতে, আবার কখনো বক্তৃতায়।। ছড়িয়ে ছিটিয়ে থাকা কোনো বিষয়কে লেখনীর আবহে গুছিয়ে উপসাপন করার অদম্য বাসনা তাঁর লেখায় ফুটে উঠে। বায়তুল মুকাররমে ইসলামিক ফাউনডেশনের বই বিক্রয় কেন্দ্র থেকে নতুন বই কিনে আনার নিয়মিত অভ্যাস হয়েছিল বাল্যকাল থেকেই। পরবর্তীতে উ”চতর হাদিস বিভাগে অধ্যয়নের সময় একটি ওয়েব-সাইটে নিয়মিত প্রশ্নোত্তর লিখিতভাবে প্রকাশ করার ধারাবাহিকতায় পেশাগতভাবে লেখালেখিতে সক্রিয় হন।। জানুয়ারি ২০১৭ থেকে ডিসেম্বর ২০১৮ পর্যন্ত তিনি মালয়েশিয়ার শিল্পনগরী নিগারা সেমবিলানের নিলাই-৭ জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন। তা ছাড়া দাওয়াহ-গবেষণা, অনুবাদ-সংকলন, ফিকাহ ও সমকালীন প্রসঙ্গ ইত্যাদি বিষয় নিয়ে গঠিত বহুমুখী সংস্থা তাহরিকুল কলম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক তিনি। প্রকাশিত গ্রন্থাবলি আবদুল্লাহ আল মাসুমের রচিত ও অনূদিত কয়েকটি বই ইতোমধ্যে প্রকাশ হয়েছে। এসবের মধ্যে ‘বিপ্লবি খলিফা উমর ইবনে আবদুল আজিজ’, ‘ইলমে হাদিসের বরেণ্য নক্ষত্র সুফিয়ান আস-সাওরি’, ‘হাফেজ ইবনে হাজার আসকালানি’, ‘হারুত-মারুত’, ‘সিরাতের প্রচলিত ভুল’, ‘রক্তে আঁকা কারবালা’, ‘মহাশূন্যের অভিযাত্রী’, ‘ইসলাম ও আধুনিক অর্থনৈতিক ব্যবসা, ‘এসো তাজবিদ শিখি’, ‘খুলাফায়ে হাকীমুল উম্মত’, ভ্রান্তি নিরসন’, ‘খুতুবাতে জুল-ফিকার ৭-৮ খণ্ড’ এবং ‘হাদিস বর্ণনাকারী সাহাবি সিরিজ (১-৫)’ উল্লেখযোগ্য। প্রচলিত ও গতানুগতিক ধারা সন্তর্পণে এড়িয়ে চলে প্রতিষ্ঠা করেছেন নিজের পরিচয়।।
আবদুল্লাহ আল মাসুম এর বই সমূহ
Showing 1 to 1 of 1