- বিষয়
- লেখক
- প্রকাশনী
- বিশ্বসাহিত্য কেন্দ্র
- অন্যপ্রকাশ
- আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
- অন্বেষা প্রকাশন
- প্রতীক প্রকাশনা সংস্থা
- পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড
- ফিঙ্গারপ্রিন্ট প্রকাশনা
- হার্পার কলিনস পাবলিশার্স
- কাকলী প্রকাশনী
- রুপা পাবলিকেশন্স
- অনুপম প্রকাশনী
- মাওলা ব্রাদার্স
- পার্ল পাবলিকেশন্স
- পেঙ্গুইন র্যান্ডম হাউস
- দে’জ পাবলিশিং
- জ্ঞানকোষ প্রকাশনী
- আরও দেখুন...
- একুশে বইমেলা
- সর্বোচ্চ ডিসকাউন্ট
- স্টেশনারি
জি কে গোরা
প্রতিটি মানুষের জীবন হাজারো গল্পের সমষ্টি , লাখো কবিতার সমাহার। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ঘটনা বইয়ের পাতায় লিপিবদ্ধ করলে কয়েকখানা উপন্যাস হতে পারে, হতে পারে কয়েক খানা কাব্যগ্রন্থও। প্রতিটি মানুষের জীবনের এই গল্প, কবিতা বা উপন্যাস, উপন্যাসের চরিত্র কিন্তু আলাদা। কবিতা, গল্প বা উপন্যাস মানুষের জীবনের কথা বলে , বলে সুখ - দুঃখ - হাসি - কান্নার কথা। জীবনে দুঃখ যেমন মানুষকে কাঁদায় ,ঠিক তেমনিভাবে সুখ মানুষকে হাঁসায় ,আনন্দ দেয়। দুঃখ না পেলে , সুখ প্রকৃতপক্ষে অনুভব করা যায়না। মানুষের জীবন, কবিতা, গল্প অথবা উপন্যাস সব একই সুতোয় গাঁথা। একটাকে বাদ দিয়ে অন্যটা কল্পনা করা যায়না। "জীবনই উপন্যাস, উপন্যাসই জীবন", " কবিতাই বেঁচে থাকা , বেঁচে থাকাই কবিতা"। আবার এইযে প্রকৃতিমাতা তার আলো-আঁধারের মেলবন্ধনে যেভাবে জীবজগৎকে বাঁচিয়ে রেখেছে এসব কিছুই দারুন সব উপন্যাস,গল্প কিংবা কবিতার উপজীব্য বিষয়। প্রকৃতিমাতা আমাদেরকে যেভাবে পৃথিবী নামক এই গ্রহে নিবিড় মমতায় আগলে রেখেছে , আমাদেরও উচিত প্রকৃতিমাতাকে ঠিক একইভাবে আগলে রাখা। "এই পৃথিবীটাই একটা স্বর্গ , প্রকৃতিই ঈশ্বর , মানবতাই ধর্ম " লেখক একথা মনে প্রাণে বিশ্বাস করেন। এই চন্দ্র-সূর্য , আলো-বাতাস , বাতাসে মিশে থাকা অক্সিজেন , সমুদ্রের এই বিস্তীর্ণ জলরাশি , আকাশে থোকা থোকা শুভ্র মেঘের দল, পাহাড়-পর্বত , ঝর্ণাধারা , কোকিলের কুহুতান ,হাজারো ফুলের সমাহার , প্রজাপতির লাফিয়ে লাফিয়ে চলা , ভ্রমরের গুঞ্জন , পাখির কাকলি , মায়ের ভালোবাসা, পিতৃস্নেহ --- সুন্দর এই ধরণীতে এই সবকিছুই উপস্থিত। এসব কিছুই লেখক দারুণভাবে উপভোগ করেন। তাইতো তার সমস্ত লেখায় প্রকৃতির কথা ফুঁটে ওঠে, ফুঁটে ওঠে মানুষের কথা , মানুষের পাওয়া না পাওয়ার কথা , ভালোলাগা, ভালোবাসার কথা, প্রেমের কথা , বিরহের কথা , সাম্যের কথা , ভ্রাতৃত্বের কথা । লেখকের জন্ম ১৯৭৪ সালের ২৮ শে মার্চ , নড়াইল জেলার নড়াগাতি থানার ব্রাহ্মণ পাটনা গ্রামে। তিনি ১৯৯৮ সালে হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। প্রথম কাব্যগ্রন্থ : "মন ভালো নেই" ২০২১ সালের বইমেলায় প্রকাশিত হওয়ার পর দারুণভাবে সমাদৃত হয় , প্রথম উপন্যাস "অন্তরবৃক্ষ", কাব্ব্যগ্রন্থ " অবাক পৃথিবী" এবং "আকাশ ছোঁয়ার স্বপ্ন প্রকাশিত হয় ২০২২ সালের বইমেলায় । "অদৃশ্য দেয়াল " লেখকের দ্বিতীয় প্রকাশিত বতর্মান সময়ের পরিপ্রেক্ষিতে লেখা দারুন একটি উপন্যাস।
জি কে গোরা এর বই সমূহ
Showing 1 to 1 of 1