লেখক পরিচিতি: ড. হাসান আলী ডাকনাম-রুবেল। জন্ম ১৯৮২ সালের ২১ আগস্ট। জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলাধীন পূর্ণ গোপীনাথপুর গ্রামে। নিজ গ্রামেই কাটে তার শৈশব ও কৈশোর জীবন। ২০০০ সালে দাখিল ও ২০০২ সালে আলিম পরীক্ষায় প্রথম বিভাগে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। অতঃপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে ২০০৬ সালে প্রথম শ্রেণিতে বিএ (অনার্স) ও ২০০৭ সালে প্রথম শ্রেণিতে এমএ ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে 'এ্যাকাউন্টিং এ্যান্ড ফিন্যান্স' বিষয়ে এমবিএ এবং ২০২৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি সরকারী মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা থেকে প্রথম শ্রেণিতে ফাযিল ও কামিল (তাফসীর) ডিগ্রি অর্জন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে 'ইংরেজি ভাষা শিক্ষা কোর্স’ সম্পন্ন করেন। বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএল.বি কোর্সের শেষবর্ষে অধ্যয়নরত আছেন। ২০০৮ সালে অনলাইন সাংবাদিকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি। ২০০৯ সালের শুরুর দিকে ‘রিপোটার্র’ হিসেবে যোগ দেন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘মাই টিভি’ এর বার্তা বিভাগে। অত:পর ২০১০ সালের ২০ জুলাই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডে ‘প্রবেশনারি অফিসার’ হিসেবে যোগদানের মাধ্যমে ইসলামী ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন এবং ২০১২ সালের ১ মার্চ একই ব্যাংকে ‘সিনিয়র এক্সিকিউটিভ অফিসার’ হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ব্যাংকটির জামগড়া শাখায় ‘প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার অপারেশন’ হিসেবে দায়িত্ব পালন করছেন। মা-বাবার ৩ ছেলে ও ১ মেয়ের সংসারে তার অবস্থান তৃতীয়। বাবা মো. মুসা খলিফা, আর মা মোছা. আলেয়া বিবি। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। স্ত্রী তামান্না মাহবুবা, কামিল (হাদীস)। তার রয়েছে দুই পুত্র সন্তান। কে. এম তানঈম হাসান রাফিদ (১০)। কে. এম তাসকীন হাসান রাকীন (৩)। কর্মব্যস্ততার মাঝে নিত্যদিনের বেশিরভাগ সময় কাটে তার। এর মাঝে যেটুকু ফুরসত পান পুরোটাই গবেষণা, বই পড়া, লেখালেখি আর পরিবারকে নিয়ে কাটান। তার লিখিত ‘আল-কুরআন ও আস্-সুন্নাহর আলোকে ক্রয়-বিক্রয়ের মূলনীতি’ এবং ‘আল-কুরআন ও আস্-সুন্নাহর আলোকে
৳ 0