- বিষয়
- লেখক
- প্রকাশনী
- বিশ্বসাহিত্য কেন্দ্র
- অন্যপ্রকাশ
- আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
- অন্বেষা প্রকাশন
- প্রতীক প্রকাশনা সংস্থা
- পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড
- ফিঙ্গারপ্রিন্ট প্রকাশনা
- হার্পার কলিনস পাবলিশার্স
- কাকলী প্রকাশনী
- রুপা পাবলিকেশন্স
- অনুপম প্রকাশনী
- মাওলা ব্রাদার্স
- পার্ল পাবলিকেশন্স
- পেঙ্গুইন র্যান্ডম হাউস
- দে’জ পাবলিশিং
- জ্ঞানকোষ প্রকাশনী
- আরও দেখুন...
- একুশে বইমেলা
- সর্বোচ্চ ডিসকাউন্ট
- স্টেশনারি
নুর আহমাদ
১৮৯০ খ্রিষ্টাব্দের ২৫ ডিসেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ এলএলবি ডিগ্রি অর্জন করেন। নুর আহমাদ চেয়ারম্যান নামে তিনি সমধিক পরিচিত ছিলেন। ব্রিটিশ আমল থেকে প্রায় ৪০ বছরের সুদীর্ঘ সময় একাধারে রাজনীতিবিদ, পার্লামেন্টারিয়ান, আইনজ্ঞ, শিক্ষাবিদ, বক্তা, প্রথিতযশা লেখক, সমাজসেবক প্রভৃতি গুণে গুণান্বিত একজন বিস্ময়কর ব্যক্তিত্ব ছিলেন তিনি। বল্লভভাই প্যাটেল, স্যার তাজ বাহাদুর সপ্রু, মুহাম্মাদ আলি জিন্নাহ, আসামের আবদুল মতিন চৌধুরী, ড. বি. আর. অম্বেদকর প্রমুখের মতো নুর আহমাদ তৎকালীন ভারতের শ্রেষ্ঠ আইনজীবী ছিলেন। ১৯১৭ খ্রিষ্টাব্দে তিনি আইনজীবী হিসেবে চট্টগ্রাম বারে যোগ দেন। ১৯১৮ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম পৌরসভার কমিশনার নির্বাচিত হন। এরপর ১৯২১ খ্রিষ্টাব্দে ৩৩ বছর বয়সে চট্টগ্রাম পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে ১৯৫৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত একটানা ৩৩ বছর দায়িত্ব পালন করেন। ১৯৩৭-১৯৪৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত ১০ বছর ছিলেন বঙ্গীয় ব্যবস্থাপক সভার (বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল) সদস্য। উপমহাদেশে তিনিই প্রথম চট্টগ্রামে বাধ্যতামূলক অবৈতনিক প্রাইমারি শিক্ষা চালু করেন। ১৯৪৭-১৯৫৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত সাত বছর পাকিস্তান গণপরিষদের সদস্য ছিলেন। ১৯৫৪ খ্রিষ্টাব্দে তিনি স্বেচ্ছায় চট্টগ্রামের পৌরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন এবং কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন। তাঁর রাজনীতি শুরু হয় খেলাফত আন্দোলনের মাধ্যমে। পরবর্তীকালে তিনি মুসলিম লীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ব্রিটিশ সরকার তাঁকে তাঁর সমাজকর্মের স্বীকৃতিস্বরূপ ‘খান সাহেব’ উপাধি দিতে চাইলে তিনি তা প্রত্যাখ্যান করেন। অবশ্য পাকিস্তান সরকার তাঁকে ‘সিতারায়ে খেদমত’ উপাধি ও মাসিক ৫০০ টাকা সাহিত্যবৃত্তি দিয়ে সম্মানিত করে। তিনি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রথম প্রস্তাবকারী এবং বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য প্রথম নোটিশ প্রদানকারী। তিনি সুখপাঠ্য বেশ কিছু গ্রন্থও রচনা করেছেন। ১৯৬৪ খ্রিষ্টাব্দের ২ অক্টোবর এই মহান কর্মবীর ইনতিকাল করেন
নুর আহমাদ এর বই সমূহ
Showing 1 to 1 of 1