সাবিত রায়হান

সাবিত রায়হান

আমি সাবিত রায়হান। এখানে দুটি প্রশ্নের উত্তর দেয়ার প্রয়াস করছি। প্রশ্ন ১: আমি কেন এই বইটি লিখার উদ্যোগ নিলাম? সাবিত ইন্টারন্যাশনাল যদিও জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে ৬০ লক্ষেরও বেশি মানুষের কাছে অত্যন্ত সুপরিচিত, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্লেয়ারদের জন্য পরম আস্থার কেন্দ্রবিন্দু, ACI এবং United Group সহ দেশের বড় বড় কোম্পানির কর্পোরেট মাইন্ড ট্রেইনিংয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তবুও ব্যক্তিগতভাবে আমি নিতান্তই একজন সাধারণ মানুষ হিসেবে সুখী জীবনযাপন করতে ভালোবাসি এবং প্রতিনিয়ত মনের শক্তি বর্ধনের অনুশীলন করতে পছন্দ করি । মহান আল্লাহ তা'য়ালার দয়ায় এবং আপনাদের সকলের ভালোবাসায় লক্ষ মানুষের মনের এতটাই কাছে পৌঁছার সুযোগ হয়েছে যে সকলের গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন থাকে যার উত্তর দেওয়ার ইচ্ছে থাকা সত্বেও সময় স্বল্পতার কারণে অনিচ্ছাকৃতভাবে উত্তর দেওয়ায় ব্যর্থ হচ্ছি। তাই অনেক ভেবেচিন্তে আমার বিগত জীবনের সকল ট্রেনিংয়ের অভিজ্ঞতা ও পঠিত বই-পুস্তকের তথ্য সমুহকে কাজে লাগিয়ে মনের শক্তি নামে এই বইটি লিখেছি যেনো আমার জীবদ্দশায় এবং মৃত্যুর পরেও মানুষের প্রশ্নের উত্তর এই বইটি বহন করতে সক্ষম হয়। প্রশ্ন ২: আপনি কেন এই বইটি পড়বেন? কেউ যখন মানসিকভাবে কষ্টে থাকে তখন তার নিজের মনের শক্তি বুঝতে না পারার যন্ত্রণা, ইমোশন ম্যানেজ করতে না পারার বেদনা এবং রিলেশনশিপ সুন্দর করতে না পারার আর্তনাদ আমাকে এই বইটি লিখতে বাধ্য করেছে। মানুষের কষ্টের অনুভূতিগুলোই শুধু আমাকে এই বইটি লিখতে তরান্বিত করেছে বিষয়টি এমন নয় বরং জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত অনেক মানুষের ভেতরকার সুপ্ত ক্ষমতাকে জাগ্রত করতে সক্ষম হওয়ার অর্জনও আমাকে ভিষণভাবে অনুপ্রেরণা জুগিয়েছে, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ খুঁজে পেয়েছে মনের শক্তি, মানসিক যন্ত্রণামুক্ত নতুন জীবন ও জীবনে নানা সমস্যার যুক্তিপূর্ণ সমাধান। ভাবতে ভাবতে অনুভূত হলো যে, সমাজের মানুষের প্রতি দায়বদ্ধতা আমার উপর অনেক বেশি এখন। আমি আমার ব্যক্তিগত জীবনে মাইন্ড ট্রেইনিংয়ের যে বিষয়গুলো অনুশীলন করে থাকি এবং অন্যকে প্রশিক্ষণ দিয়ে থাকি, তা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ বিষয়গুলো এই বইয়ে সংরক্ষণ করেছি। সকল শ্রেণি এবং পেশার মানুষের জন্য এই বইটি লিখেছি যেন প্রত্যেকেই ব্যক্তিগত, পারিবারিক এবং কর্মজীবনে সফল হতে পারেন।

সাবিত রায়হান এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon