ইমরান হোসাইন আদিব

ইমরান হোসাইন আদিব

মানুষ কি অনুভূতিহীন হতে পারে? এই পৃথিবীর বুকে বেঁচে থাকা প্রতিটা মানুষের মাঝে অনুভূতি জমে আছে। একদল মানুষ সেই অনুভূতি অবলীলায় প্রকাশ করতে পারলেও বাকি দল তা প্রকাশ করতে পারে না উল্টো মনের ভিতর অনুভূতি জমিয়ে রেখে পাহাড় সম ভর সৃষ্টি করে। সেই অপ্রকাশিত অনুভূতিগুলো পুঁজি করেই মূলত ইমরান হোসাইন আদিবের কলম যুদ্ধ চলমান। যার লেখায় পাঠক নিজের অস্তিত্ব খুঁজে পায়। ফলে অসংখ্য পাঠক খুব তৃপ্তি নিয়ে লেখকের প্রতিটি লেখা পড়ে থাকেন। তিনি সবসময় আশা রাখেন তার লেখার মাধ্যমে সুন্দর সবকিছু ছড়িয়ে পড়বে এবং ভালোবাসায় ভালোথাকবে মন খারাপের শহরে থাকা প্রতিটা মানুষ। কাঠগোলাপ বই দিয়ে ইতোমধ্যে পাঠক সমাজে তিনি ব্যাপক সমাদৃত হয়েছেন। লেখকের প্রকাশিত অন্যান্য বই সমূহ হলো; নিয়তির কাঁটাতার, ফুল মানুষ এবং সংকট। জন্ম; রংপুর জেলায়, পীরগঞ্জ উপজেলার টুকনি পাড়া গ্রামে। বাবা আব্দুল লতিফ, মা মমতা বেগম। কৈশোর বয়স হতেই তার লেখালেখির হাতেখড়ি। একাডেমিক পড়াশোনার পাশাপাশি তাল মিলিয়ে লেখালেখির অভ্যাসটাকে জিইয়ে রেখেছেন। ভবিষ্যৎ জীবন অপ্রত্যাশিত ও অনিশ্চিত তবে বেঁচে থাকার আয়ু যতদিন বরাদ্দ আছে ততদিন অবধি তিনি পাঠকের জন্য লিখে যেতে চান। বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগে স্নাতক অধ্যায়নরত।

ইমরান হোসাইন আদিব এর বই সমূহ

Showing 1 to 4 of 4

View

Sort icon