ডা. মো. এনামুর রহমান

ডা. মো. এনামুর রহমান

ডাঃ মোঃ এনামুর রহমান এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, বাংলাদেশের একজন পরোপকারী রাজনৈতিক ব্যক্তিত্ব। ড. এনাম ১৯৫৭ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৩ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি স্বাস্থ্য বিষয়ে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) সদস্য ছিলেন এবং ১৯৮৩ থেকে ১৯৯২ সাল পর্যন্ত সরকারি চাকরিতে নিযুক্ত ছিলেন। তিনি প্রথমবার ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের ১০ তম সাধারণ নির্বাচন এবং ২০১৮ সালে ১১ তম সাধারণ নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দ্বিতীয়বারের মতো। দেশের বৃহত্তম বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এনাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. তিনি রানা প্লাজা ধস, স্পেকট্রাম গার্মেন্টস ধস এবং তাজরীন গার্মেন্টস এর ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ও আহতদের বিনামূল্যে চিকিৎসা ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রদান করেন। তিনি অজ্ঞাত, অজ্ঞাত ও বঞ্চিত রোগীদের জন্য বিশেষ চিকিৎসা সেল খুলে সমাজের সেবা করেছেন। ড. এনাম কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ), বাংলাদেশ চ্যাপ্টারের সদস্য এবং সেইসাথে শিশু অধিকার সংক্রান্ত সংসদীয় ককাস এবং প্রতিবন্ধী বিষয়ক সংসদীয় ককাসের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পার্লামেন্টারিয়ানস অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (বিএপিপিডি) সদস্যও। ড. এনাম ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য এবং ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটির সদস্য। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) আজীবন সদস্যের পাশাপাশি স্বাধীনতা চিকিৎসা পরিষদের (সচিব) আজীবন সদস্য। তিনি ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। ডাঃ এনাম সাভারের বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সভাপতি এবং বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) মহাসচিব।

ডা. মো. এনামুর রহমান এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon