দীন মুহাম্মদ

দীন মুহাম্মদ

জন্ম-কবি দীন মুহাম্মদ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় ০৪ জুন ১৯৬৭ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম-কাজী আবুল হাসেম, মাতা-খুকু রাণী চৌধুরী। শিক্ষা: এস এস সি- কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন, কোটালীপাড়া, গোপালগঞ্জ,১৯৮২ সাল। এইচ এস সি- এ কে এম কলেজ, পটুয়াখালী-১৯৮৪ সাল। স্নাতক-সিটি কলেজ, খুলনা- ১৯৮৮ সাল। সিটি ল'কলেজ, খুলনায় এলএলবি অধ্যয়নরত অবস্থায় ১৯৯০ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। পেশা:  সরকারি কর্মকর্তা  লেখালেখি :  ছাত্রজীবন থেকে লেখালেখি শুরু। ৯০ দশকে ৪টি উপন্যাস প্রকাশিত হয়। এরপরে পেশাগত ব্যস্ততা এবং শারীরিক অসুস্থতার জন্য ২০০০ থেকে ২০১২খ্রি. পর্যন্ত লেখালেখি থেকে দূরে থাকেন। ২০১৩ সালে ফেসবুকে কবিতা লেখা শুরু করেন। বর্তমানে প্রচণ্ড কর্ম ব্যস্ততার মধ্যেও কিছুটা লেখালেখি চালিয়ে যাচ্ছেন। ২০২২ সালে ৩টি এবং ২০২৩ সালে ১টি কবিতার বই প্রকাশিত হয়। এযাবৎ তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৮টি।

দীন মুহাম্মদ এর বই সমূহ

Showing 1 to 5 of 5

View

Sort icon