মোঃ জেহাদ উদ্দিন

মোঃ জেহাদ উদ্দিন

মোঃ জেহাদ উদ্দিন ১৯৭৭ সালের ১লা জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বেড়তলা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ আনোয়ার হোসেন এবং মাতা জাহেদা খাতুন। মোঃ জেহাদ উদ্দিন ১৯৯১ সালে এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে মানবিক বিভাগের সম্মিলিত মেধা তালিকায় প্রথম এবং ১৯৯৩ সালে ঢাকা বোর্ডে দশম স্থান অধিকার করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম (প্রথম শ্রেণি) ডিগ্রি লাভ করেন। ২০০০ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে এডভোকেট হিসেবে সনদপ্রাপ্ত হন। মোঃ জোহাদ উদ্দিন বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস বাংলাদেশ (আইসিএবি)-এর খণ্ডকালীন শিক্ষক। বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বিসিএস (কর) একাডেমি, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট, বিসিএস (প্রশাসন) একাডেমি, পুলিশ স্টাফ কলেজ-সহ বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে রিসোর্স পার্সন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তিনি পরীক্ষক। বর্তমানে সরকারের উপসচিব হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে কর্মরত। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ- যেভাবে প্রথম হই, নিশি-প্রভাতের কবি, নজরুল : সাম্যে প্রেমে দ্রোহে, পলাশী ট্র্যাজেডির ইতিবৃত্ত, নিখিলের চির সুন্দর, ইতিহাসের গল্প, প্রত্যক্ষ কর আইন পরিচিতি, Income Tax Law of Bangladesh, কবিতার মাহফিল, একদিন চলে যাব, নবিজি।

মোঃ জেহাদ উদ্দিন এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon