নাজমুল আহসান

নাজমুল আহসান

নাজমুল আহসান সাংস্কৃতিক সংগঠক, প্রশিক্ষক এবং আবৃত্তিশিল্পী। বাংলাদেশের দক্ষিণে বাগেরহাট জেলায় জন্ম এবং বেড়ে ওঠা। আবৃত্তির সাথে ভালােবাসা সেই কৈশাের থেকে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি করে ঐ বয়সেই পেয়েছেন প্রশংসা। ফলশ্রুতিতে কৈশােরের ভালবাসা ‘আবৃত্তি’র সঙ্গে ধীরে ধীরে যুক্ত হয়েছে প্রগাঢ় অনুরাগ আর গভীর মমতা । সাংগঠনিক বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি বাগেরহাট থিয়েটার প্রযােজিত ২০টির অধিক নাটকে অভিনয় করেছেন। অংশগ্রহণ করেছেন নাট্যকর্মশালা, গ্রাম থিয়েটার নাট্যকর্মশালা এবং আবৃত্তি কর্মশালায়। বাগেরহাট থেকে প্রকাশিত সংবাদপত্র ‘দক্ষিণ বাংলা’তে সাংবাদিকতা করেছেন। প্রকাশনার শুরুর দিকে। পত্রিকায় লেখালেখি করেছেন। সম্পাদনা করেছেন বাগেরহাট থেকে প্রকাশিত লিটল ম্যাগ ‘প্রতিধ্বনি’ ও ‘চোখ। স্বনন আয়ােজিত শতাধিক প্রযােজনায় অংশগ্রহনের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে এবং বিদেশে একাধিক মঞ্চে আবৃত্তি পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছেন। প্রকাশিত হয়েছে একক আবৃত্তি অ্যালবাম ১৬টি। দ্বৈত আবৃত্তি এলবাম রয়েছে একাধিক। একক আবৃত্তি অনুষ্ঠান করেছেন ৬টি। প্রকাশনা সম্পাদক-আবৃত্তিকলা ও আবৃত্তির নির্বাচিত ১০১ কবিতা। শ্রাবণ প্রকাশনী থেকে প্রকাশিত : বইমেলা ২০১৬। সম্পাদক -বাগেরহাটের সংস্কৃতির চালচিত্র। প্রকাশক: শ্রাবণ প্রকাশনী। প্রকাশ : নভেম্বর ২০১৭।

নাজমুল আহসান এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon