দারুস সালাম মাসুদ

দারুস সালাম মাসুদ

দারুস সালাম মাসুদ প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ের যাত্রাবাড়ী গ্রামে ১৯৭৬ সালে ১ মার্চ জন্মগ্রহণ করেন। সমাজ বিজ্ঞানে স্নাতক করে পরবতীর্তে পিজিডি (এইচ,আর) এবং প্রফেশনাল এম.বি.এ (এইচ, আর) সম্পন্ন করেন। কবিতা দিয়েই ছোটোবেলা থেকে তাঁর লেখালেখি শুরু। বর্তমানে নিয়মিত কবিতা এবং গল্প লিখে যাচ্ছেন। মূলত জীবনবোধ থেকেই তিনি লেখালেখি করেন। তাঁর আত্মদর্শনগুলো বিশ্লেষণ করলে জীবনবোধের ছাপই বেশি পাওয়া যায়। তিনি কবিতা এবং গল্পে ফোটাতে চান নিজস্ব ভাবনা, প্রেম—বিরহ, সুখ—দুঃখ, হাসি—কান্না, এবং নিসর্গের নির্বাক চিত্র।

দারুস সালাম মাসুদ এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon