হেদায়েতুল্লাহ আল মামুন

হেদায়েতুল্লাহ আল মামুন

নিভৃতচারী সংস্কৃতিজন হেদায়েতুল্লাহ আল মামুন-এর জন্য ১৯৫৮ সালের ১৫ই অক্টোবর, ঢাকায়। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে এবং গভর্নেন্স এন্ড পাবলিক পলিসিতে। তিনি ১৯৮২ সালে। বিসিএস ১৯৮২ (স্পেশাল) পরীক্ষায় প্রথম স্থান লাভ করেন এবং একই সাথে ১৯৮২ (নিয়মিত) ব্যাচে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন চাকরিজীবনে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি কোর্স করেছেন, ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসনে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন। কর্মজীবনে মাঠ। প্রশাসনে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনসহ সরকারের বিভিন্ন সংস্থা ও দপ্তরে নির্বাহী প্রধান হিসেবে কাজ করেছেন এবং অর্থ, বাণিজ্য, তথ্য, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সচিব সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। মামুন উপমহাদেশের ইতিহাস, সভ্যতা- সংস্কৃতি ও রাজনীতির একজন নিমগ্ন পাঠক। সংস্কৃতি নিয়ে মামুনের প্রবল আগ্রহ এবং উপনিবেশায়ন নিয়েও। একই সাথে তাঁর বিশ্বাস জুড়ে রয়েছে বাঙালির আবহমান কালের মানব ভাবনা, 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই'। ব্রিটিশ উপনিবেশবাদ কী করে বাঙালির এই সর্বজনীন মানবতাবোধের বিশ্বাস বিকৃত করে দিয়েছিল। এবং বাঙালির হাজার বছরের দ্রোহ-বিদ্রোহ, স্বাধীনতা ও আত্মসম্মানবোধের চেতনা অধস্তনতা ও হীনম্মন্যতায় রূপান্তর করেছিল, কীভাবে বাঙালির মন ও মনন উপনিবেশিত হয়ে ভেন-বিভেদের চর্চায় বিভ্রান্ত হবে৷ পড়েছিল, তিনি তার নির্মোহ বিশ্লেষণ করেছেন। উপনিবেশবাদ ও বাঙালির সংস্কৃতি' নামের এই গ্রন্থটিতে।

হেদায়েতুল্লাহ আল মামুন এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon