রেজা অনিরুদ্ধ

রেজা অনিরুদ্ধ

তিনি শৌর্য প্রত্যাশী। তিনি বীরভোগ্যা বসুন্ধরা প্রার্থনা করেন। তিনি বাসনা করেন স্বদেশের সামূহিক মুক্তি। কবি সহজাত স্পর্ধায় ধিক্কার ছড়িয়ে দেন নতজানু চেতনা ও বুদ্ধির প্রতি। প্রতিবন্ধী প্রতিভাকে তিনি অবনত দাসত্বের ম্রিয়মাণ অন্ধকার ঘোষণা করেন। রেজা অনিরুদ্ধের কবিতা, অতএব, ব্যক্তিগত বিষাদ, বিলাপ ও বিদ্রোহকে স্বদেশের পরিকাঠামোয় উদ্ভাসিত করে বিশ্ববীক্ষার সর্বজনীন ধারায় মিলিত হয়। তাঁর কবিতা জলকেও দ্রোহী করে, দ্রোহীকে প্রণয়ের জলে সিক্ত করে। আর আমরাও, তাঁর নিবিষ্ট পাঠকেরা অভিসিক্ত হই প্রেম ও বিদ্রোহের যৌথস্রোতে। কবি রেজা অনিরুদ্ধ ক্রোধকে পরিণত করেন সম্মিলিত সাহসের পুঞ্জিভূত সমারোহ রূপে। পৃথিবীর সব নদী তাঁর প্রেম বহন করে, সব রাজপথ অঙ্গীকারের শপথ নেয়, সব প্রাসাদ ও কুটির তাঁর অপত্যের আশ্রয় হয়। আর ‘দ্রোহ ও জলের প্রণয়’ হয়ে ওঠে এক মহত্তম মানবিক দলিল।

রেজা অনিরুদ্ধ এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon