সৈয়দ মাসুম

সৈয়দ মাসুম

সৈয়দ মাসুম জন্ম ১ নভেম্বর ১৯৭০ খ্রিষ্টাব্দে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ পৌরসভাধীন ধূপালপুরে। কুলাউড়া ইয়াকুব শাজুল মহিলা ডিগ্রি কলেজে অর্থনীতি বিষয়ে অধ্যাপনা করেছেন প্রায় অর্থযুগ। তাঁর লেখালেখির শুর" আশির দশকের মধ্যজগে। প্রতাশিত গ্রন্থ: বিসর্গ বন্ধনে (কাব্য-১৯৯১), বিফান্ত প্রাচীর (কাব্য ২০২১), অপ্রক্ষিতার আর্তনাদ (ছড়াতাব্য-২০৩১), বিলেতে কমলগঞ্জের শতগুন (গবেষণামূলত জীবনী-২০৩১) সম্পাদিত। স্পন্সন (১৯৮৯, ১৯৯০), অনির্বাণ (১৯৯১, ১৯৯২), ৭.চিন্তা সাহিত্যপত্র (১৯৯২-১৯৯৭), ইবেল (১৯৯৮) প্রকাশিতব্য গ্রন্থ। আবার মিছিল হবে (কাব্য), অসময়ের আরাধ্যা কথা (ভাব্য), যেমন যাদেরকে দেখেছি (জীবনী), বাংলাদেশ থেকে সার্মিংহাম ব্রিটিশ বাংলাদেশিমের দিনকাল (জীবনী), বিলেতের রেস্টুরেন্ট শ্রমিকদের যাপিত জীবন। একাল ও সেকালা (গবেষণা), ইটা রাজ্যের সংক্ষিপ্ত ইতিহাস (গবেষণা), কমলগঞ্জের কবি ও কবিকা। সৈয়দ মাসুম শিসেতে একাধিক সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংঘঠনের গুরুত্বপূর্ণ পদে থাকার পাশাপাশি শমসেরনগর হাসপাতাল অন্তবায়ন কমিটি ইউকের প্রথমা যুগ্ম আহবায়ক, অমলগঞ্জস্থ সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক, জাহানারা-বাহার একাডেমির প্রতিষ্ঠায়া, কমলগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য, লন্ডন থেকে প্রকাশিত সমাজ, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক আন্তর্জাতিক লিটলম্যাগা 'ঘ-চিন্তা'র সম্পাদত ও ব্রিটেকের জনপ্রিয় সাল্লাহিক 'বাংলামেইল' পহিলার সহিত্য সম্পাদকের দায়িত্বে আছেন।

সৈয়দ মাসুম এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon