ফাইয়াজ ইফতি

ফাইয়াজ ইফতি

ফাইয়াজ ইফতির জন্ম ও বেড়ে উঠা সুরমার কোলঘেঁষা - ‘জোৎস্নার শহর’ বলে খ্যাত, শান্ত, সুন্দর, ছিমছাম মফস্বল শহর সুনামগঞ্জে। পুরো নাম ‘মো. ফাইয়াজ আব্দুর রহমান ইফতি’। পড়াশোনা করেছেন ঐতিহ্যবাহী ‘সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়’ ও ‘সুনামগঞ্জ সরকারি কলেজে’। বর্তমানে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়’ এর ‘উইম্যান এন্ড জেন্ডার স্টাডিজ’ বিভাগে অধ্যয়নরত আছেন। ছোটবেলা থেকে বই পড়ার প্রতি প্রবল ঝোঁক, নিজেকে সর্বভুক প্রকৃতির পাঠক হিসেবে পরিচয় দেন, তবে রহস্য-রোমাঞ্চ আর অতিপ্রাকৃত গল্পের উপর রয়েছে আলাদা টান। অতিপ্রাকৃত ছোটগল্প দিয়েই লেখালেখির জগতে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে, লিখেছেন বিভিন্ন জার্নাল এবং ম্যাগাজিনে। প্রথম বই ‘ধ্বংসতত্ত্ব অথবা ইসরাফিলের শিঙা’। এছাড়াও লেখকের 'নাড়িনক্ষত্র' নামে একটা কসমিক হরর উপন্যাসিকাও প্রকাশিত হয়েছে। তিনি স্বপ্ন দেখেন মৃত্যুর আগে এমন কিছু লেখা লিখে যেতে যেসব লেখা মৃত্যুর পরও উনাকে বাঁচিয়ে রাখবে মানুষের মনে।

ফাইয়াজ ইফতি এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon