জাহিদুল ইসলাম মাটি

জাহিদুল ইসলাম মাটি

কবি জাহিদুল ইসলাম মাটি ১৯৯২ সালে ১লা জানুয়ারি লক্ষণপুর গ্রামে দরিদ্র মুসলিম কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। উপজেলা শার্শা, যশোর। পিতা- মো. তৈমুর উদ্দীন, মা- আনোয়ারা খাতুন। এক বোন ও চার ভায়ের মধ্যে কবি চতুর্থ। কবি সম্মিলনী ইন্সটিটিউশন, যশোর থেকে এসএসসি, হামিদপুর আল-হেরা ডিগ্রি কলেজ, যশোর থেকে এইচএসসি এবং যশোর ঐতিহ্যবাহি সরকারি এম এম কলেজ থেকে ডিগ্রি পাশ করেন। বন্ধু কামরুজ্জামান শহিদের উপর মধুর অভিমানে ঢাকায় এসে মিরপুর সরকারি বাংলা কলেজ থেকে মাস্টার্স পাশ করেন। ২০০৮ সাল থেকে যশোর ‘শনিবাসরীয় সাহিত্য আসর’-এর সাথে যুক্ত আছেন। বর্তমানে পপুলার ফার্মাসিটিক্যাল লি.-এ সিনিয়র মেডিকেল ইনফর্মেশন অফিসার (এসএমআইও) হিসাবে ছাতক, সুনামগঞ্জে কর্মরত আছেন। প্রকাশিত কবিতাগ্রন্থ : প্রেক্ষাগৃহের বাঘগুলো (২০১৯), অবাক অরণ্য (২০২০) যৌথ, যে পাথরে ফুল ফোটেনি (২০২২)।

জাহিদুল ইসলাম মাটি এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon