- বিষয়
- লেখক
- প্রকাশনী
- বিশ্বসাহিত্য কেন্দ্র
- অন্যপ্রকাশ
- আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
- অন্বেষা প্রকাশন
- প্রতীক প্রকাশনা সংস্থা
- পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড
- ফিঙ্গারপ্রিন্ট প্রকাশনা
- হার্পার কলিনস পাবলিশার্স
- কাকলী প্রকাশনী
- রুপা পাবলিকেশন্স
- অনুপম প্রকাশনী
- মাওলা ব্রাদার্স
- পার্ল পাবলিকেশন্স
- পেঙ্গুইন র্যান্ডম হাউস
- দে’জ পাবলিশিং
- জ্ঞানকোষ প্রকাশনী
- আরও দেখুন...
- একুশে বইমেলা
- সর্বোচ্চ ডিসকাউন্ট
- স্টেশনারি
শংকর তালুকদার
শংকর তালুকদার ১৯৮২ সালের ৭ই জানুয়ারি বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের ঐতিহ্যবাহী তালুকদার পরিবারে জন্ম। পিতা: মাখন লাল অলুকদার ও মাতা: চন্দ্র কলা তালুকদার। ছয় ভাইবোনের মধ্যে শংকর তালুকদার সর্বকনিষ্ঠ। ছোট বেলা থেকেই তার যোগ ও অতিন্দ্রীয় শক্তির প্রতি গভীর অনুরাগ পরিলক্ষিত হয়। মাত্র আট বছর বয়সে ১৯৯০ সালে আনন্দমার্গ প্রচারক সংঘের সর্বত্যাগী সন্ন্যাসী আচার্য সৌবেশানন্দ অবধূত এর নিকট থেকে আনন্দমার্গ রাজাধীরাজ (অষ্টাঙ্গিক) যোগ সাধনার দীক্ষা গ্রহণ করেন। তিনি যোগাচার্য সুমিত্রানন্দ অবধূত, আচার্য জগ্ধমিত্রানন্দ অবধূত, আচার্য সুজিতানন্দ অবধূত্র এবং বর্তমানে আচার্য ব্র্যাডজশরানন্দ অবধূত যোগী সন্ন্যাসীর তত্ত্বাবধানে রাজাধীরাজ যোগের প্রশিক্ষণ ও অনুশীলন অব্যাহত রেখেছেন। এছাড়াও তিনি দেশে-বিদেশে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট থেকে যোগের বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ ও কর্মশালায় অংশগ্রহণ করেন। তিনি S-vyasa Yoga University সহ বিভিন্ন আন্তর্জাতিক যোগ প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন। তিনি ভারতের বৈদিক যোগ পীঠ, কলকাতা থেকে ২০২১ সালে শুরু পূর্ণিমায় মাষ্টার অব ইয়োগা (যোগাচার্য) উপাধি লাভ করেন। তিনি ২০২৩ সালে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভারতের বৈদিক যোগ পীঠ ট্রাষ্ট কর্তৃক প্রতিষ্ঠিত বৈদিক বিশ্ব বিদ্যাপিঠ কর্তৃক সম্মান সূচক ডক্টর অব ইয়োগা এন্ড স্পিচুয়ালিটি লাভ করেন। তিনি ভারতীয় উপমহাদেশের বিভিন্ন যোগের সিদ্ধ পীঠ স্থান ভ্রমণ করেন এবং যোগ ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের সাথে কাজ করছেন। উল্লেখ্য যোগকে রাষ্ট্রীয় পর্যায়ে পাঠ্যপুস্তকে ও শিক্ষা প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করার জন্য ২০১৩ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ে লিখিত ডাবে আবেদন করেন। সে বাস্তবসম্মত যোগচর্চা, গবেষণা, প্রচার ও প্রকাশনার লক্ষ্যে ২০১০ সালে শংকর ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং ২০১৩ সালে বাংলাদেশের প্রথম আনন্দ যোগ ও ওয়েলনেস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে প্রাতিষ্ঠানিক ভাবে যোগচর্চার সুযোগ তৈরি করে সাধারণ মানুষকে বিনামূল্যে যোগের প্রশিক্ষণ ও সেবা প্রদান করছেন। তিনি বাংলাদেশ যোগ আসাইটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি বাংলাদেশে যোগের বিশ্ব বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন।
শংকর তালুকদার এর বই সমূহ
Showing 1 to 1 of 1