সুরাইয়া শারমিন

সুরাইয়া শারমিন

সুরাইয়া শারমিন পিতা মরহুম মীর আব্দুল মোতালেব মাতা আকলিমা বেগম। জন্মস্থান ঢাকা, বেড়ে উঠা, পড়ালেখা, সংসার, চাকরি জীবন সব কিছুই রাজধানী কেন্দ্রীক। পারিবারিক আবহের কারণে ছোটবেলা থেকে শিল্প-সাহিত্য-সংস্কৃতির মধ্যে বড় হওয়া। পরিবারের অগ্রজরা কেউ গান গাইত, থিয়েটার করতো, গল্প-কবিতা লেখত। ছোট বেলা থেকেই টুকটাক গল্প-কবিতা লেবার নেশা হিলো। বহুবার স্কুল। ম্যাগাজিন সহ বিভিন্ন উৎসব ভিত্তিক ম্যাগাজিনে লেখা প্রকাশ হয়েছে। ক্লাস সেভেনে প্রথম ছোটগল্প ছাপা হয়েছিলো বড়দিন সংখ্যায়। উনিশ বছর বয়সে কবি শামসুর রহমানের ইন্টারভিউ নেওয়া দিয়ে সাপ্তাহিক বিজ্ঞাপন পত্রিকায় কাজ করা শুরু। দুই একটা কাজ করেই তারপর আবার লেখাপড়ায় ফিরে যাওয়া। ফর্মাল চাকরি জীবনের শুরু প্রশিকা নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থায়। তারপর একের পর এক চাকরি ছেড়ে নতুন চাকরি নেওয়া। চাকরির সুবাদে প্রান্তিক বেঁটে খাওয়া মানুষগুলিকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। ছোটবেলা থেকে লেখকের কৌতূহল মানুষের ভেতরের মানুষটাকে দেখা। তাই সব শ্রেণির মানুষের সাথে বুব সহজেই মিশে যেতে পারেন। ছোটবেলায় নয়-দশ বছর বয়সেই সমবয়সী ও ছোট্ট ভাই-বোন বন্ধুদের বানিয়ে-বানিয়ে গল্প বলতে বলতে পছন্দ করতেন। সেই গল্প বলাই এক সময় লেখার দিকে নিয়ে যায় লেখককে তিনি জীবনের গল্প বলতে পছন্দ করেন সহজ সরল ভাষায়। বর্তমানে নিজেই একজন নারী উদ্যোক্তা পারিবারিক জীবন: স্বামী গৌলাম ফিরোজ চৌধুরী ও একমাত্র কন্যা অমরাবতী নূর চৌধুরীকে নিয়ে সংসার জীবন। বিভিন্ন অনলাইন পত্রিকায় ছোট গল্প, সমসাময়িক বিদয় নিয়ে নিয়মিত লিবেন। এছাড়া পেন্সিল, অন্যপ্রকাশ ও ক্যানভাসসহ আরো কিছু ফেসবুকভিত্তিক সাহিত্য সংস্কৃতির বিষয়ক গ্রুপে নিয়মিত ছোটগল্প, ধারাবাহিক ও সমসাময়িক বিষয়গুলোতে লেখতে পছন্দ করেন। প্রকাশিত বই: পেন্সিল পাবলিকেশন কর্তৃক, 'ইটের শহরে মায়ার গল্প' চিরদিন প্রকাশনী থেকে, দ্বিতীয় গল্পগ্রন্থ 'হয়তো প্রেমের হল্প', চলন্তিকা প্রকাশনী থেকে যৌথ থ্রিলার 'ভাঙা কাচের আয়না' এছাড়াও বিভিন্ন সংকলনে ছোটগল্প প্রকাশ হয় নিয়মিত। 'শুভ অপরাহ্ন' লেখকের প্রথম উপন্যাস।

সুরাইয়া শারমিন এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon