জানে আলম মুনশি

জানে আলম মুনশি

১৯৭৬ সালে ফরিদপুর জেলাধীন মাদারীপুর মহাকুমার আলগি গ্রামের এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা মৃত হাজী মোসলেম উদ্দিন মুন্সী একজন কৃষক ছিলেন। মা মোসাঃ রওশন আরা বেগম গৃহনী। সাত ভাই এক বোনের মধ্যে। জানে আলম মুনশী পঞ্চম। 
ছোটবেলা থেকেই লেখালেখি, অভিনয়, আবৃত্তি এবং সাহিত্য-সংস্কৃতির প্রতি তার ঝোঁক ছিল 
১৯৮৮ সালে তিনি প্রথম ছড়া লিখেন যা ১৯৯৪ সালে দৈনিক জনকণ্ঠে প্রকাশিত হয়। এরপর থেকে বিভিন্ন পত্র-পত্রিকায় ছড়া, কবিতা ও গল্প প্রকাশিত হয়।
 ইতিমধ্যে এই লেখকের চারটি শিশুতোষ ছড়াগ্রন্থ, 'চাঁদের বুড়ি', 'হুতোমপ্যাঁচার ডায়েরি', 'ডাংগুলি', 'ফুল পাখিদের মেলা', এবং একটি শিশুতোষ গল্পের বই 'ভূতের সাথে আড্ডা' পাঠক হৃদয়ে স্থান করে নিয়েছে '
স্বপ্নের পঙ্খীরাজ' জানে আলম মুনশীর প্রথম গল্পের বই। এখানে বিভিন্ন ধারার দশটি ছোট গল্প রয়েছে যা শিশু-কিশোরসহ তাদের অভিভাবকদেরও আকৃষ্ট করবে বলে আমি আশাবাদীগ 
তার এক ছেলে 'দিব্য রাজ' এবং এক মেয়ে 'রোজা আলম'। সহধর্মীনি মোসঃ রাশিদা জাহান রুনা তালুকদার একজন সরকারি কর্মকর্তা। 
প্রকৃতি প্রেমিক এই লেখক লেখালেখির পাশাপাশি বাগান করতে পছন্দ করেন। কর্মব্যস্ত জীবনের ফাঁকে প্রকৃতির পাশে দাঁড়িয়ে লেখালেখির মাধ্যমে নিজেকে উপস্থাপন করতে চান তিনি। ভালোবাসেন মা, মাটি, এবং মানুষকে

জানে আলম মুনশি এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon