জিনিয়া জেনিস

জিনিয়া জেনিস

জন্ম সেপ্টেম্বর মাসের ১৫ তারিখে, যখন প্রকৃতি জুড়ে ছেয়ে থাকে শরতের শুভ্রতার ছোঁয়া। জন্ম এবং বেড়ে ওঠা ঢাকাতে। ইট কংক্রিটে মোড়া শহরটাতেও শরতের নীল আকাশে ভেসে বেড়ানো তুলোর মত মেঘের দল তার ভালোলাগা...ভালোবাসা। লেখালিখি নিয়ে তেমন কোনো ভাবনা ছিল না। তবে গল্প উপন্যাস পড়ার প্রতি আগ্রহ ছিল ছোটবেলা থেকেই। হয়তো পড়তে পড়তেই একসময় লেখার ইচ্ছে তৈরী হয় ভেতর থেকে। পেন্সিল প্লাটফর্মের মাধ্যমে তিনি নিয়মিত লেখালিখির চর্চা ধরে রেখেছেন। ফেইসবুকে বেশ কয়েকটি সাহিত্য গ্রুপে গল্প কবিতা লেখা ছাড়াও বিভিন্ন সংকলনে তার লেখা ছোটগল্প এবং কবিতা প্রকাশ পেয়েছে। এই সংকলনটি লেখিকার প্রথম একক প্রচেষ্টা। তাই শুভানুধ্যায়ীদের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

জিনিয়া জেনিস এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon