সোমালিয়া সুইন

সোমালিয়া সুইন

সোমালিয়া সুইন। একাধারে একজন চিকিৎসক, সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী এবং কবি। অবসরে টুকিটাকি ছবিও আঁকেন। ২৩ জুলাই ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। পিতা বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন আহাম্মেদ এবং মাতা কাজী আছমান্নাহার। তিনি হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং হলিক্রস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে পরবর্তী সময়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস (MBBS) ডিগ্রি অর্জন করেন। শৈশবে তিনি বুলবুল ললিতকলা একাডেমি থেকে নৃত্যকলা বিভাগে প্রশিক্ষণ লাভ করেন। পাশাপাশি করে গেছেন সুরের সাধনা। বর্তমানে তিনি ব্যক্তিগতভাবে এবং ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনে শুদ্ধসঙ্গীত (কণ্ঠ) বিভাগে শ্রদ্ধেয় গুরু শ্রী অসিত কুমার দে এর কাছে তালিম নিচ্ছেন। তিনি ২০১৫ সাল থেকে ঢাকার স্কয়ার হাসপাতাল লিমিটেড এর নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (NICU) কর্মরত আছেন। সঞ্চিত সমীরণ’ তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।

সোমালিয়া সুইন এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon