ইয়াসমীন আরা লেখা

ইয়াসমীন আরা লেখা

ইয়াসমীন আরা লেখা বিশিষ্ট প্রাবন্ধিক এবং একাধিক উল্লেখযোগ্য গ্রন্থের প্রণেতা অধ্যাপক ইয়াসমীন আরা লেখার জন্ম ১৯ জুলাই ১৯৭০ গোপালগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত পরিবারে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সসহ এম.এ., জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বি.এড. ও এম.এড. এবং ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন এবং রাঁচি বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট ডিগ্রি অর্জন করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ: ফরিদপুরের সমাজ-উপভাষা (২০১৪), তিন শিল্পী: শিল্পের অনুচেতনা (২০১৪), অন্তরঙ্গ অবলোকন (২০১৩); বাংলাদেশের কবিতার কবি, ২০১৩; শিক্ষা পদ্ধতি ও কৌশল (২০০৮); ভাষা শিক্ষা: বাংলা (২০০৪); মাধ্যমিক শিক্ষা (২০০২); বাংলা শিক্ষাদান পদ্ধতি (২০০০); গার্হস্থ্য অর্থনীতি (১৯৯৯)। এছাড়াও তিনি দেশ-বিদেশে যেমন জাতীয় ও আন্তর্জাতিক বহু আলোচনা চক্রে অংশগ্রহণ করেছেন, তেমনি একাধিক আন্তর্জাতিক ও জাতীয় আলোচনা চক্রের আয়োজনও করেছেন। তিনি একাধিক পুরস্কারে ভূষিত। বর্তমানে উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কর্মরত আছেন।

ইয়াসমীন আরা লেখা এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon