অনিকেত সুর

অনিকেত সুর

অনিকেত সুর।। জাতীয় দৈনিকে প্রকাশিত প্রথম কবিতা ‘নিসর্গ বিষয়ক’। বেরোয় ২০০২ সালে। দৈনিক ‘প্রথম আলো’য়। কবিতার পাশাপাশি গল্প ও প্রবন্ধ লেখা, সাহিত্য সমালোচনা এবং অনুবাদেও সমান অভিনিবেশ। লেখালেখি শুরু তারুণ্যকালের সূচনায়। কিন্তু হঠাৎ বিয়ে, অতঃপর দাম্পত্য সম্পর্কের জটিলতা, সংকট ও স্বগৃহের পৌনঃপুনিক অন্তর্ঘাতে বিপর্যস্ত জীবিকা ও জীবন। বন্ধ হয়ে যায় লেখা। আরব্ধ বেশকিছু কাজ অসমাপ্ত অবস্থায় হারিয়ে যায়। ২০১৯ সালে পুনরায় লিখতে শুরু করেন। ‘রহস্য বাড়ি’ নামে একটি কিশোর উপন্যাস ইতোপূর্বে প্রকাশিত। ‘ঘুড়িসখা, তোর সাথে’ তাঁর প্রথম কাব্যগ্রন্থ। ‘খুলে যায় বন্য বীজপাতা’ ও ‘ঢেঁকিঘরে সারিগান’ নামে আরও দুটি কবিতা-পাণ্ডুলিপি গ্রন্থাকারে প্রকাশের অপেক্ষায়।

অনিকেত সুর এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon