অজয় দাশগুপ্ত (মুক্তিযোদ্ধা)

অজয় দাশগুপ্ত (মুক্তিযোদ্ধা)

অজয় দাশগুপ্ত বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে অস্ত্র হাতে লড়েছেন। অগ্রজ ও অনুজ এবং বড়ো বোনের স্বামীও একাত্তরের রণাঙ্গনের যোদ্ধা। পিতা সত্যরঞ্জন দাশগুপ্ত পাকিস্তান আমলে জেল খেটেছেন, মা রেণুকা দাশগুপ্তা 'মুক্তিযোদ্ধার মা' হিসেবে সম্মানিত হয়েছেন। ছাত্রজীবনেই ১৯৭২ সালে সাংবাদিকতায় যুক্ত হন 'জয়ধ্বনি' পত্রিকার সম্পাদক হিসেবে। ঢাকা, বরিশাল ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক। গবেষণা কাজেও সক্রিয় তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সিনেটে ছাত্র প্রতিনিধি ছিলেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিন্ডিকেট সদস্য। টেলিভিশনে নিয়মিত সঞ্চালক ও আলোচক। প্রকাশিত কয়েকটি গ্রন্থ: হরতালের সাত দশক ও বাংলাদেশের রাজনীতি, ৭১- রক্তাক্ত প্রান্তর থেকে বিশ্বের বিস্ময়, অদম্য বঙ্গবন্ধু, মুজিব বাংলার পথে-প্রান্তরে, বঙ্গবন্ধুর আন্দোলন কৌশল ও হরতাল, বঙ্গবন্ধু ও ছাত্র আন্দোলন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড- প্রতিবাদের প্রথম বছর, গুজবের অর্থনীতি, ব্যবসায় সাংবাদিকতা, অর্থের নীতি- অর্থের নৈতিকতা, বাংলাদেশে ব্যাংকিংয়ের তিন দশক। অনুবাদ : বঙ্গবন্ধুর সম্মোহনী নেতৃত্ব ও স্বাধীনতা সংগ্রাম। সম্পাদনা : শতবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়, সংগ্রামী নারী যুগে যুগে, বিজয়ের স্বপ্ন সোপান, যাত্রিক : বঙ্গবন্ধু- ১৫ আগস্ট ১৯৭৫: ঢাকা বিশ্ববিদ্যালয়।

অজয় দাশগুপ্ত (মুক্তিযোদ্ধা) এর বই সমূহ

Showing 1 to 4 of 4

View

Sort icon