নির্ঝর আহমেদ প্লাবন

নির্ঝর আহমেদ প্লাবন

নির্ঝর আহমেদ প্লাবন, নজরুল গবেষক, আবৃত্তি চিন্তক, নেশায় লেখক, পেশায় শিক্ষক। নির্ঝর আহমেদ প্লাবন। আবৃত্তিশিল্পী, আবৃত্তি প্রশিক্ষক, সাহিত্য সমালোচক, শিক্ষক ও নজরুল গবেষক। বক্তা হিসেবেও খ্যাতি আছে। ২০২২সালে 'নজরুল কাব্যে আত্মমুক্তির সাধনা' শিরোনামে অভিসন্দর্ভের জন্য এমফিল ডিগ্রি অর্জন করেন। স্নাতক ও স্নাতকোত্তর সমাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে। জার্নাল এবং সাহিত্য সাময়িকীগুলোতে নিয়মিত লিখে চলেছেন। শিশুকাল থেকে আবৃত্তিশিল্পের সঙ্গে জড়িত হলেও বিশ্ববিদ্যালয়ে এসে প্রবলভাবে ঝুঁকে পড়েন। কবিতার ঝংকারে পৃথিবীকে মুখরিত করে তুলতে চান। শুরু করেন কবিতা আবৃত্তি নিয়ে অধ্যয়ন। চেষ্টা করেন আবৃত্তিশিল্পকে একাডেমিক রূপদান করার। ১২ বছরের এ প্রচেষ্টার ফলাফল ২০২০ সালে বৃহৎ কলেবরে বই আকারে বের হয়। শিরোনাম দেয়া হয় নান্দনিক আবৃত্তির নির্মাণশৈলী। অল্পসময়ে বইটি পাঠক সমাদৃত হয়। কবিতা তার নেশা। ক্ষেত্রবিশেষে পেশাও। কাজী নজরুল ইসলামের কাব্যের গহন গহীনে অবগাহন করতে পুলক অনুভব করেন। নজরুল তাকে ব্যাপক টানে। সেইটান থেকেই নজরুলের কবিতা নিয়ে গবেষণার সূত্রপাত। বাংলাদেশের সংস্কৃতি, আবৃত্তিশিল্পের বিকাশ এবং নজরুল সাহিত্য গবেষণায় নিরলস কাজ করে যাচ্ছেন। পেশাগত জীবনে শিক্ষক। নেশাগত জীবনে লেখক। অবসর সময়ে পাঠক এবং আবৃত্তি চিন্তক। 'পুবের হাওয়া বাংলাদেশ' আবৃত্তি সংগঠনের সভাপতি।

নির্ঝর আহমেদ প্লাবন এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon