সিরাজউদ্দিন আহমেদ

সিরাজউদ্দিন আহমেদ

জন্ম ৩১ ডিসেম্বর ১৯৪৭ সালে ঢাকায়। পৈত্রিক নিবাস ঢাকা জেলার কেরানিগঞ্জ থানা, ডাকঘর – কলাতিয়া, গ্রাম –  শমসেরপুর। নওয়াবপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৩ সালে এসএসসি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতকোত্তর। কৃষি মন্ত্রণালয়ের প্রকাশনা বিভাগ কৃষি তথ্য সার্ভিস থেকে প্রকাশিত মাসিক ‘ কৃষিকথা’ ও নিউজ লেটার ‘ সপ্রসারণ বার্তা ‘র সম্পাদক পদে চাকরি করেছেন। ২০০৫ সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। ছাত্র জীবন থেকে লেখালেখির শুরু। মুক্তধারা, মাওলা ব্রাদার্স, অনুপম প্রকাশনী, সুবর্ণ, আরো প্রকাশন, জিনিয়াস পাবলিকেশন্স থেকে এপর্যন্ত মোট ২১ টি বই প্রকাশিত হয়েছে। ২০২২ ঈদ সংখ্যা যুগান্তর ও জনকণ্ঠে উপন্যাস ; ইত্তেফাক, কালের কন্ঠ, মানবজমিনে গল্প এবং ২০২৩ ঈদ সংখ্যা জনকণ্ঠ ও বাবুই উপন্যাস ; ইত্তেফাক, কালের কন্ঠ, মানবজমিন, কালি ও কলমে গল্প প্রকাশ হয়েছে।

সিরাজউদ্দিন আহমেদ এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon