মেহেদী হাসান উজ্জল

মেহেদী হাসান উজ্জল

মেহেদী হাসান উজ্জল। একজন কবি, গল্পকার ও গীতিকার। জন্মঃ সংস্কৃতির রাজধানী খ্যাত ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সদর উপজেলায়। তিতাস নদীর জলতরঙ্গের যে ছন্দ, তা-ই তাঁকে লিখতে উদ্বুদ্ধ করে। মেহেদী হাসান উজ্জল নিজেকে বলেন শব্দের কথক। শব্দের বুননে তৈরি করেন নিত্যনতুন গল্প ও কবিতা। কাব্য রচনার মাধ্যমে তাঁর সাহিত্যাঙ্গনে প্রবেশ। মাধ্যমিক শ্রেণীতে অধ্যয়নকালেই তাঁর কাব্যপ্রতিভার প্রকাশ ঘটে। উচ্চমাধ্যমিকে পদার্পণ করার পর ২০১৮ সালে সারা বাংলাদেশে অনুষ্ঠিত “বিজয় ফুল উৎসব” এ ‘কবিতা রচনা’ ক্যাটাগরিতে অংশগ্রহণ করে তিনি কলেজ এবং উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন। তখন থেকেই তাঁর লেখালেখির প্রতি আগ্রহটা আরও জোড়ালো হয়ে উঠে। পাশাপাশি ২০২০ সালে তিনি একজন গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করেন। লেখেন কিছু বাংলা ও ইসলামিক গান, যেগুলো দর্শক সমাদৃত হয়েছে। কাব্যচর্চার পাশাপাশি তিনি গল্প এবং উপন্যাসও লেখেন। শুভাকাঙ্ক্ষী ও গুণীজনদের অনুপ্রেরণা তাঁকে বই প্রকাশে উদ্বুদ্ধ করে। মেহেদী হাসান উজ্জল বিশ্বাস করেন নশ্বর এই পৃথিবীতে সাহিত্যকর্ম অবিনশ্বর। এই কর্মের মধ্য দিয়েই অমর হয়ে থাকতে চান তিনি। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ— “তুমি নামের অসুখ”, “স্মৃতি বিভ্রম”। তাঁর প্রকাশিত উপন্যাস— “যে প্রেম এসেছিলো”। শিক্ষাজীবনঃ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় (মাধ্যমিক পর্যায়) ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ (উচ্চ মাধ্যমিক পর্যায়) স্নাতক, পরিসংখ্যান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (বর্তমানে অধ্যয়নরত)।

মেহেদী হাসান উজ্জল এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon