কিশোর মোশা

কিশোর মোশা

কিশোর মোশা একজন কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও নাট্যনির্মাতা। হাওরের প্রবেশদ্বারখ্যাত কিশোরগঞ্জ জেলার নিকলীতে ১৪ জুলাই, ১৯৮৫ সালে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা মোঃ তফিজ উদ্দিন এবং মাতা রওশন আরা। 'পেয়েও হারালাম তোমাকে' উপন্যাস দিয়ে লেখালেখির জগতে প্রবেশ করলেও মূলত নাট্যনির্মাতা হিসেবেই তিনি ব্যাপক পরিচিতি পেয়েছেন। নাটক নির্মাণ ও পরিচালনার পাশাপাশি তিনি কয়েকটি টিভি-নাটক ও চলচিত্রে অভিনয় করেছেন। একজন নিবেদিতপ্রাণ সংস্কৃতিযোদ্ধা হিসেবে ইতোমধ্যে তিনি পাঠক ও দর্শক-শ্রোতার প্রসংসা কুড়িয়েছেন। কিশোর মোশার বেশকিছু টিভি-নাটক মানুষের হৃদয়ের গভীরতাকে স্পর্শ করেছে। তার নাটকের চরিত্র থেকে বিচ্ছুরিত আলোকদ্যুতি ছড়িয়ে পড়েছে মানুষের মনোভূমির নানা প্রান্তে। কিশোর মোশার নির্দেশনায় প্রচারিত টিভি-নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- "একজন দিপুর কথা বলছি, এ ব্যাডম্যান স্টোরি", "দেনা", "বাবু ভাইয়ের দিন যাপনা, গল্পটা সিনেমার মতো", "সত্যি- স্বপ্ন নয়", "অশ্রুভেজা গল্প" ইত্যাদি। তার নাটকের মধ্য দিয়ে বাস্তব জীবনের সঙ্গে মানুষের মানসিক টানাপোড়েনের শক্তিশালী যোগসূত্র প্রকাশ পেয়েছে। তবে তিনি সচেতনভাবে তার নাটকে মানুষের জাগতিক অপ্রাপ্তি, বঞ্চনা এবং অন্তর্গত বেদনার ছবি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। উল্লেখ্য, তার দ্বিতীয় উপন্যাস 'জীবন ও তুমি'। 'প্রেম অথবা বিরহের উপখ্যান' তার প্রথম কবিতার বই। মানবজীবনের সহজাত অনুভূতি প্রেম, বিরহ আর বেদনাফুলে সাজানো এ বইটিও পাঠকের মনোজগতে ঠাঁই পাবে বলে আমাদের বিশ্বাস।

কিশোর মোশা এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon