অগ্নিশিখা দীপান্বিতা বালিয়াল

অগ্নিশিখা দীপান্বিতা বালিয়াল

পশ্চিম বাংলার হুগলি জেলার খানাকুলে কবি অগ্নিশিখার জন্ম ও বেড়ে ওঠা। অগ্নিশিখার পিতৃদত্ত নাম দীপান্বিতা বালিয়াল। ইংরেজী সাহিত্যে স্নাতকোত্তর ও বি.এড ডিগ্রি অর্জন করার পর বর্তমানে একটি হাই স্কুলে ইংরেজীর শিক্ষিকা হিসেবে কর্মরত। পঞ্চম শ্রেণিতে স্কুল ম্যাগাজিনে কবিতা লেখার মধ্য দিয়ে কবিতা লেখার হাতেখড়ি। তারপর দুই বাংলার বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে তাঁর কবিতা। ২০১৭ তে প্রকাশিত হয়েছে তাঁর কবিতা সংকলন ‘একলা জাগা মন’ যা জায়গা করে নিয়েছে অসংখ্য পাঠকের হৃদয়ে। ক্রমশ বেড়ে চলেছে তার জনপ্রিয়তা। সােশ্যাল মিডিয়ায় তাঁর কবিতা জয় করেছে দুই বাংলার অসংখ্য মানুষের মন। শুধু দুই বাংলাই নয় ত্রিপুরা, আসাম থেকে শুরু করে সদর আন্দামানেও মানুষের মনে জায়গা করে নিয়েছে তার কবিতা। কবিতা লেখার পাশাপাশি তিনি আবৃত্তি, শ্রুতিনাটক ও অনুষ্ঠান সঞ্চালনাতেও যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন। ইউ টিউব চ্যানেলে আবৃত্তির ভিডিওয় তাঁর কণ্ঠের যাদুতে বাঁধা পড়েছে হাজার হাজার মানুষের হৃদয়। অত্যন্ত আবেগপ্রবন ও অনুভূতিশীল এই মানুষটি কখনােই সমাজ বিমুখ নন। সংস্কৃতিচর্চার পাশাপাশি তিনি বিভিন্ন জনকল্যাণমুখী কাজের সাথেও যুক্ত থেকেছেন বরাবর। বারবার মানুষের যন্ত্রনায় কেঁদেছে তাঁর হৃদয় আর তার প্রতিফলন ঘটেছে তাঁর লেখাতেও।

অগ্নিশিখা দীপান্বিতা বালিয়াল এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon